post-office-recruitment-at-only-madhyamik-pass-apply-today

সমগ্র ভারতের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ভারতীয় পোস্টের তরফে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Post Office Recruitment)। আর এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো, মাধ্যমিকে উত্তীর্ণ হলেই চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলির অধীনে আবেদন জানাতে পারবেন।

তবে ভারতীয় পোষ্টের অন্যান্য পদগুলির মতোই এই শূন্যপদগুলির (Post Office Recruitment) জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বেশ কতোগুলি যোগ্যতা পূরণ করতে হবে। আর এই শূন্যপদগুলির আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতাগুলি হলো:-
১. ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

৩. হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

৪. হালকা এবং ভারী দুই ধরনের মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে উপযোগী ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

৫. এই শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ২৭ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে। অন্যদিকে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে। অন্যদিকে এক্স-সার্ভিসম্যানদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিভুক্ত আবেদনকারীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত এক্স-সার্ভিসম্যানদের বয়সের ক্ষেত্রে ৮ বছরের ছাড় রয়েছে এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত এক্স-সার্ভিসম্যানদের বয়সের ক্ষেত্রে ৬ বছরের ছাড় রয়েছে।

ওয়েসিস স্কলারশিপের নতুন সমস্যা, সকলকে পাঠানো হচ্ছে আধার ইনভ্যালিড এর মেসেজ।

কতোগুলি শূন্যপদ রয়েছে?
ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, এক্ষেত্রে সর্বমোট ৫৮ টি শূন্যপদ রয়েছে যার মধ্যে ৩৮ টি জেনারেল ক্যাটাগরি ভুক্ত আবেদনকারীদের জন্য, ৭ টি তপশিলি সম্প্রদায় ভুক্ত আবেদনকারীদের জন্য, ১০ টি ওবিসি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীদের জন্য, ৩ টি EWS ক্যাটাগরিভুক্ত চাকরিপ্রার্থীদের জন্য এবং ৩ টি ESM এর আওতাভুক্ত আবেদনকারীদের জন্য।

বেতন:-
অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, গ্রুপ-সি পদে কর্মরত কর্মীদের ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া:-
গ্রুপ-সি পদে আবেদনের জন্য প্রথমেই আপনাকে ভারতীয় পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx -এ যেতে হবে এবং ইন্ডিয়ান পোস্ট -এর তরফে জারি করা অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর ফর্মটি প্রিন্ট করে নিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মারফত পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600 006

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. বয়সের প্রমাণপত্র।
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩. জাতিগত শংসাপত্র।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র।
৫. ড্রাইভিং লাইসেন্স।
৬. পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র।

এখন SMS এর মাধ্যমেও করা যাবে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক। বিস্তারিত জেনে নিন।

নির্বাচনের প্রক্রিয়া:-
চাকরিপ্রার্থীদের ১০০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৮০ নম্বরের থিওরি টেস্ট এবং ২০ নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে। এই পরীক্ষা দুটির মধ্যে দিয়েই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ:-
বর্তমানে এই শূন্যপদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। ৩১শে মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।