রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার উভয়ের তরফে ভারতের কর্মহীন বেকার যুবক-যুবতীদের কর্মদ্যোগী করে তোলার জন্য নানাপ্রকার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আর তেমনই একটি উদ্যোগ হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের BC ID (Post Payment Bank ID)। যার মাধ্যমে আপনি নিজের বাড়িতে বসেই সাধারণ নাগরিকদের বিভিন্ন প্রকার পরিষেবা প্রদান করে যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিভাবে এই আইডির জন্য আবেদন জানাতে হবে, তা না জানার কারণে যুবক-যুবতীদের বিভিন্নভাবে নানাপ্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই আজ আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের BC ID সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক Post Payment Bank ID এর মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন:-
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই BC ID এর মাধ্যমে টাকা ডিপোজিট করা থেকে শুরু করে টাকা উইথড্রয়াল, ডিজিটাল অ্যাকাউন্টকে রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন করা, আধার সিডিং, ফান্ড ট্রান্সফার, রি-কেওয়াইসি, অ্যাকাউন্টের মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস আপডেট করা সহ বিল পেমেন্ট, BHIM UPI, ভার্চুয়াল ডেবিট কার্ড, IPPB মোবাইল ব্যাংকিং, IPPB এবং পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট লিঙ্ক করা, এমনকী লাইফ ইন্স্যুরেন্স এবং যেকোনো ধরনের গাড়ির ইন্স্যুরেন্স-এর মতো কাজগুলিও করতে পারবেন।
এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট কভার ইন্স্যুরেন্স, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, আধার সংশোধন, আধার আপডেট সহ শিশুদের জন্য আধার কার্ডের আবেদন করা সম্ভব। এমনকী Post Payment Bank ID -এর মাধ্যমে আপনি PPF, SSA, RD, LARD, PLI/RPLI -এর মতো DOP প্রোডাক্টগুলির জন্যও পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি গোল্ড লোন, হোম লোন, প্রফেশনাল লোন, বিজনেস লোনের মতো পরিষেবাগুলিও প্রদান করা সম্ভব হবে।
যুবশ্রী প্রকল্পের লিস্টে নিজের নাম চেক করুন। রইলো সহজ পদ্ধতি।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের BC ID -এর জন্য আবেদন করবেন কিভাবে?
BC ID -এর জন্য আপনারা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জানাতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com/ -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা সার্চবারে BC লিখে সার্চ করলেই আপনার সামনে কতোগুলি অপশন আসবে। এক্ষেত্রে একেবারে প্রথমে থাকা INDIA POST PAYMENTS BANK INVITES APPLICATION FOR APPOINTMENT OF INDIVIDUAL BUSINESS CORRESPONDENTS অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে আবারও একটি নতুন পেজ আসবে। ওই পেজের একেবারে নীচে থাকা Click here to download application form অপশনে ক্লিক করলেই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে এই ফর্মটি পূরণ করে আপনার নিকটবর্তী ব্রাঞ্চে জমা দিতে হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
অন্যদিকে, অনলাইনের মাধ্যমে BC ID -এর জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা মেনুবারে ক্লিক করে SERVICE REQUEST এর অধীনে থাকা NON-IPPB CUSTOMERS অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা SERVICE REQUEST FORM – ASSOCIATE WITH US অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এই ফর্মে আপনার নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি ঠিকভাবে লিখে সাবমিট করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।