price-of-train-tickets-have-decreased-know-details
Advertisement

ভারতীয় পরিবহনের মেরুদন্ড হলো ভারতীয় রেল। প্রতিদিন কয়েক কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। আর এই ট্রেনগুলির নিয়ামক সংস্থা হল আইআরসিটিসি কিংবা ভারতীয় রেল। বিশ্বের সবচেয়ে বড় সরকারি রেল সংস্থা ভারতেরই। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন ট্রেনে করে। একইসঙ্গে কয়েক লক্ষ মানুষের কর্মস্থান ভারতীয় রেল। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে ভারতের আর্থিক এবং সামাজিক স্তরে রেলের গুরুত্ব অপরিসীম। তবে এবার সাধারণ মানুষের জন্য এক দারুণ সুখবর আনতে চলেছে ভারতীয় রেল।

Advertisement

প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ভারতীয় রেলে চলাচল করেন। প্রত্যেকের জীবনকে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে রেল। অনেককেই কাজের সূত্রে অনেক দূরে যেতে হয় ট্রেনে করে। এছাড়াও অনেকেই ট্রেনে করে দূরদূরান্তে ঘুরতে যান পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে। তাই সাধারণ মানুষদের কথা চিন্তা করে ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের উপর মহলের তরফে।

Advertisement

এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ট্রেনের ক্ষেত্রে টিকিটের দাম কমবে। সূত্র মারফত জানা যাচ্ছে, এক্সিকিউটিভ ক্লাস ট্রেন, লাক্সারি ভিস্তাডোম ট্রেন এবং শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের টিকিটের দাম কমতে চলেছে। স্বভাবতই এই ট্রেনের টিকিটের দাম কমলে সাধারণ মানুষের চড়তে পারবেন লাক্সারি ট্রেন গুলিতে। এর আগে পর্যন্ত অত্যধিক টিকিটের দামের কারণেই সাধারণ মানুষ এই দিকে পা মাড়াতেন না। তবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরে, সেই চিত্রটি পাল্টাতে চলেছে।

আরও পড়ুন:- এবার ২০০০ টাকার নোট নিয়ে নতুন নির্দেশ দিল RBI, বিস্তারিত জেনে নিন।

ভারতীয় রেলের অন্তর্বর্তী রিপোর্টে জানা গেছে এই ট্রেন গুলির ৫০ শতাংশ আসনও পূর্ণ হতো না। স্বাভাবিকভাবেই এমন টিকিটের দামের কারণে সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারতেন না। সেহেতু সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন হচ্ছে কত শতাংশ ভাড়া কমানো হবে। ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে ভাড়া। তবে কোন কোন ট্রেন গুলিতে এই ভাড়া কমানো হবে তা এখনো ঘোষণা করা হয়নি। তবে ট্রেনের ভাড়া কমলেও ভারতীয় রেলের তরফে সাফ করে দেওয়া হয়েছে যে রিজার্ভেশন চার্জ, জিএসটি এবং বাকি পরিষেবার চার্জে কোনরকম পরিবর্তন হচ্ছে না এবং সেগুলি আলাদা করেই নেওয়া হবে।