Railway Station

Railway Station – গল্পটি জানতে হলে পড়ুন বিস্তারিত।

ভারতীয় রেলের নাম না জানা স্টেশনে (Railway Station) গেছেন কোনোদিনও! আমরা স্টেশনে ট্রেন ঢুকলেই সাধারণ ভাবে দেখতে পাই হলুদ বোর্ডে স্টেশনের নাম লেখা আছে। সেই দেখেই যাত্রী স্টেশনে আসে। আমরা অনেকেই ভুতুড়ে স্টেশনের গল্প শুনতে খুব ভালোবাসি কিন্তু জানেন কী পশ্চিমবঙ্গেই ভারতীয় রেলের এমন স্টেশন আছে যার নাম নেই। ভাবছেন এমন স্টেশনের উপর দিয়ে গেলে আপনি নামবেন কীভাবে। সেই সকল স্টেশন কোথায় অবস্থিত দেখে নিন!

পশ্চিমবঙ্গের বর্ধমান একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। সেই স্টেশনটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়া ও মশাগ্রামের রেললাইনের (Railway Station) মাঝে একটি রায়নগর নামক গ্রাম আছে। সেই সূত্রে ভারতীয় রেল ঠিক করে দেয় এই স্টেশনের নাম হবে রায়নগর। কিন্তু গ্রামবাসীদের মধ্যে সেই নিয়ে ঝামেলা শুরু হয়।

আধার কার্ডে বড় পরিবর্তন আনলো কেন্দ্র, বিপদে পড়ার আগে জেনে নিন।

তাই ভারতীয় রেল স্টেশনের সাইন বোর্ড থেকে স্টেশনের (Railway Station) নাম মুছে দেয়। এখনো সেই স্টেশনের কোনো নাম দেওয়া হয়নি। টিকিট কাটলে সাধারণভাবে রায়নগরই দেখায়। এমন আরো একাধিক স্টেশন আছে পশ্চিমবঙ্গে। যেখানে আরো গল্প লুকিয়ে রয়েছে।

ভারতীয় রেলের একাধিক বিশেষ স্টেশন আছে। বর্ধমান স্টেশনও একটা গুরুত্বপূর্ণ ১০০ বছরের পুরোনো স্টেশন। সেই জেলার রাজপরিবারের সাথে ইতিহাস জুড়ে আছে। বর্ধমান শহর ছাড়াও আশেপাশের দূরপাল্লার ট্রেনের জন্য এখানেই আসতে হয়।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link