Railway Volunteers Recruitment 2023
Advertisement

ছোট থেকেই অনেকের স্বপ্ন থাকে রেলের চাকরি (Railway Jobs) বা সরকারি চাকরি (Govt Job) করার। এতে যেমন ভালো বেতন মেলে তেমনি ভবিষ্যৎও সুনিশ্চিত করা যায়। তবে অনেক সময় কম লেখাপড়ার কারণেপরীক্ষায় আবেদন করা যায় না। কিন্তু এবার মাত্র উচ্চমাধ্যমিক (Higher Secondary) দিয়েই আবেদন করা যাবে রেলের এই পদের জন্য। আজ এই প্রতিবেদনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে ও বাস স্টেশনে ভলিন্টিয়ার নিয়োগের আপডেট দিতে চলেছি।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের Child Development দপ্তর এর তরফ থেকে এই নিয়োগ করা হবে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যেতে পারবে। নিচে মোট শূন্যদের সংখ্যা, যোগ্যতা থেকে আবেদনের শুরু ও শেষের তারিখ সহ সমস্ত তথ্য দেওয়া হল। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিংক, নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া রয়েছে।

Advertisement

মোট দুটি ক্যাটেগরিতে নিয়োগ করা হবে। যার মধ্যে একটি জেলাভিত্তিক ও অন্যটি বিভিন্ন রেল স্টেশন ও বাস স্টেশন অনুযায়ী। উভয় ক্ষেত্রেই আবেদনের শেষ তারিখ ২১শে অগাস্ট। গত ৭ই অগাস্ট থেকে আবেদন পক্রিয়া শুরু হয়েছে।

জেলা ভিত্তিক ভলিন্টিয়ার নিয়োগঃ জেলা অনুযায়ী Case Worker, Project Co-Ordinator, Counselor, Child Help Supervisor এর মত পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদনের জন্য বয়স ১৮-৪৫ বছরের মধ্যে থাকতে হবে। এর মধ্যে Case Worker পদের ক্ষেত্রে নূন্যতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলেই আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ আপনার পাড়ায় কবে বসতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প? রইল বিস্তারিত

মোট শূন্যপদের সংখ্যা ১২টি। বেতন কাঠামো ১২০০০ টাকা থেকে শুরু ৩৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে পদ অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন হবে। উচ্চপদের ক্ষেত্রে Social Work/ Sociology/ Child Development/ Human Rights Public Administration / Psychology এর মধ্যে যেকোনো একটিতে গ্রাডুয়েশন থাকতে হবে।

রেল ও বাস স্টেশনে নিয়োগঃ হাওড়া, শিয়ালদাহ, খড়গপুর, মালদা, আসানসোল, নিউ জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের রেল স্টেশনে নিয়োগ হবে। এছাড়াও কলকাতার বাবুঘাট ও এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে নিয়োগ করা হবে। এক্ষেত্রে Case Worker ও Child Helpline Supervisor পদে নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে বেতন ১২০০০ থেকে ১৮৫৩৬ টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ ১০০ অতিথি, ১০টা পদ, বিয়ে নিয়ে নতুন বিল প্রস্তাবিত হল লোকসভায়

আবেদনের পদ্ধতিঃ

আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। এরপর একটি রেজিস্ট্রেশন কপি পাওয়া যাবে সেটা ডাউনলোড করে রেখে দিতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির লিংক দেওয়া হল।

নিয়োগের পদ্ধতিঃ এই নিয়োগের ক্ষেত্রে মৌখিক ও কম্পিউটার বেস পরীক্ষা নেওয়া হবে। তাই কম্পিউটারের দক্ষতা থাকা আবশ্যক।

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট : https://dcrtrecruitment.in/apply-online

অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তির লিংকঃ নিয়োগের বিজ্ঞপ্তি