Ration Card (রেশন কার্ড)

Ration Card – কি এই কাজ জানতে হলে পুরটা পড়ুন।

জুলাই থেকে একাধিক রেশন কার্ড (Ration Card) বন্ধ করতে চলেছে সরকার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত হঠাৎ করে! এর আগেই ঘোষণা করেছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত না করলে করলে জুলাই মাসের আগে তাতে কার্ড বন্ধ হয়ে যেতে পারে। লক্ষাধিক পরিবার রেশন কার্ডের মাধ্যমে প্রায় ফ্রীতেই খাবার পায়। কিন্তু তাঁদের অনেকেরই এই আপডেট হয়নি।

রেশন কার্ড (Ration Card) আধার কার্ড আসার পর তথ্য হিসাবে কিছুটা গুরুত্ব হারিয়েছে বলাই চলে। প্রধানত রেশনের খাদ্যসামগ্রী নিতেই কাজে লাগে। তবে কেন্দ্রের বেশ কিছু তথ্য থেকে জানা গেছে রেশন কার্ড ও গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠতে চলেছে। এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক ছিল এখন রেশন কার্ড। সরকার চাইছে সব তথ্যকে এক সুতোয় বাঁধতে। ১লা জুলাই থেকে নাহলে কার্ড বাতিল হতে থাকবে। এটা আপনি অতি সহজে খাদ্য সাথী অ্যাপ থেকে করে নিতে পারেন।

ব্লাড ব্যাংকে দৌড়াদৌড়ির দিন শেষ, এবার এক ক্লিকেই পেয়ে যান ব্লাড ডোনার। জানুন কীভাবে?

অনলাইনে সংযুক্ত করার পদ্ধতি বাড়ি বসে দেখে নিন-
খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে আধারের সাথে অ্যাক্টিভ কার্ড লিঙ্ক করার অপশন পাবেন। এরপর কার্ড ও ক্যাটাগরি নাম্বার দিতে হবে। তারপর আধার ফোন নাম্বার অথবা শুধুমাত্র আধার লিঙ্ক করার অপশন পাবেন। এরপর আধারের সাথে যুক্ত নাম্বারে ওটিপি আসবে। আর একবার সব তথ্য যাচাই করে ওটিপি দিলেই লিঙ্ক হয়ে যাবে।

অফলাইনে আবেদন- পরিবার সকলের আধার কার্ড রেশন কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে এবং তার সাথে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে পাসবই এর প্রথম পৃষ্ঠার একটি ফটো। এরপর পরিবারের যে প্রধান তার একটি পাসপোর্ট সাইজ ফটো রেশন দোকনে জমা করে আসতে হবে। এরপর আপনার ফিঙ্গার প্রিন্ট চাওয়া হবে। সব তথ্যের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link