rbi-big-news-about-repo-rate-2023
Advertisement

RBI এর এই খবরে বেজায় খুশি সাধারন জনতা।

দেশবাসীর জন্য সুখবর নিয়ে এল রিজার্ভ ব্যাংক। শেষ কিছু বছর চড়চড়িয়ে বেড়েছে রেপো রেট। এই জুনে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাথে অন্যান্য আধিকারিকদের এই নিয়ে মিটিং এর কথা ছিল। রেপো রেট বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বেড়েই যাচ্ছিল। এতে বাড়ি গাড়ি পার্সোনাল লোন সবকিছুরই সুদের হার বেড়েই যাচ্ছিল।

Advertisement

এতেই সবথেকে অসুবিধায় পড়তে যে কাউকে। কিন্তু সাধারণ মানুষের করার কিছু নেই তাদের কিনতেই হবে। এতে যে শুধু বড়ো জিনিসের দাম বেড়েছে তা নয়। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম বেড়েছে। বাজার মূল্য বছর বছর দুগুণ থেকে তিনগুণ বেড়েছে সব জায়গাতেই।

Advertisement

গরমের ছুটি কি আরও বাড়বে, নাকি ১৫ তারিখেই খুলবে স্কুল কলেজ? কি জানালো নাবান্ন, জেনে নিন আসল খবর।

পাইকারি বাজারে যত দাম বেড়েছে খুচরো বাজারে সেই অনুযায়ী লাফিয়ে দাম বেড়েছে। ব্যাবসায়ীদেরও হাত পা বাঁধা অবশ্য। দাম বাড়ায় বাজারে চাহিদার ঘাটতি হয়েছে। তারাও লাভ পাচ্ছেনা। সমাজের প্রতিটি শ্রেণীর অবস্থা খারাপ হয়েছে প্রতিদিন। এখন আবার কিছুটা ঘুরে দাঁড়ানোর পালা। রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে নতুন করে আর তারা কোনো রেপো রেট বাড়াবেনা।

এই অবস্থায় কিছু ব্যাঙ্ক সামান্য হলেও সুদের হার কমিয়েছে। এইবছর ৬.৫ শতাংশই থাকছে তাদের রেপো রেট। ২০২৩-২০২৪ অর্থবর্ষে এটাই সর্বোচ্চ। এতে সাধারণ চাকরিজীবিদের অনেকটাই স্বস্তি। এই বছর থেকে বাজার অনেকটাই চাঙ্গা হবে বলে আশাবাদী প্রত্যেকে।