rbi-cancelled-8-bank-license-for-cross-the-rules
Advertisement

কোপের মুখে পড়ল কোন কোন ব্যাংক, জানুন বিস্তারিত।

রিজার্ভ ব্যাংকের কোপের মুখে আটটি ব্যাঙ্ক। এর ফলে টাকা আপনার কী মারা যেতে পারে! রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানলে ব্যাঙ্কগুলিকে জরিমানা করে। এমনকি তাদের লাইসেন্স অবধি বাতিল হতে পারে। প্রতি বছরই কোনো না কোনো ব্যাঙ্ক এমন লাইসেন্স বাতিল করে। ২০২৩ সালে আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হতে চলেছে। বিগত বেশ কিছু বছরে সমবায়গুলির পারফর্মেন্স খুবই খারাপ।

Advertisement

কোঅপারেটিভ ব্যাঙ্কের আন্ডারে সমবায় ব্যাঙ্কগুলি ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিন্তু এই ব্যাঙ্কগুলিতে স্থানীয় নেতাদের হস্তক্ষেপ চোখে পড়ার মতো। পর্যাপ্ত টাকা না থাকা, রিজার্ভ সুদের হারের নিয়ম না মানার মতো ঘটনা যখন ঘটতে শুরু করে তখন তাদের প্রথমে সাবধান করা হয়। পরে জরিমানাও করা হয়। কিন্তু তারা তাদের কার্যকলাপ একই ভাবে চালাতে থাকলে ব্যাঙ্ক লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। ২০১৯-২০২০ অর্থবর্ষে দুটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল।

Advertisement

২০২৩-২০২৪ অর্থবর্ষে যে আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়েছে সেগুলি হলো মূধল কো অপারেটিভ ব্যাঙ্ক, মিলথ কো অপারেটিভ, শ্রী আনন্দ কো অপারেটিভ, রুপি কো অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষী কো অপারেটিভ ব্যাঙ্ক, সেবা বিকাশ কো অপারেটিভ, বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট থাকলে সাবধান হয়ে যা। তবে আপনার টাকা মারা যাবেনা। সে বিষয়ে অযথা ভয় পাবেননা।

ভাগ্য খুললো মধ্যবিত্তের, ব্যপক হারে বাড়ালো ফিক্সড ডিপোজিটে সুদের হার, জেনে নিন নতুন রেট।

আপনার টাকা কিছু পার্টে পার্টে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক এ বিষয়ে ঐ ব্যাঙ্কের বাইরে নোটিস ঝুলিয়ে দেবে। কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি স্থানীয় মানুষের অজ্ঞানতার সুবিধা নিয়েই থাকে বলাবাহুল্য।