rbi-cancelled-bank-license-for-cross-the-rules
Advertisement

কোন কোন ব্যাংকের ওপর পড়তে চলেছে শাস্তির খাঁড়া, জানুন।

ভারতের সমবায় ব্যাঙ্কগুলির উপরর রিজার্ভ ব্যাংকের খাড়া। ভারতের লক্ষাধিক সরকারি বেসরকারি ব্যাঙ্ক আছে। এই সব ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কের ছাতার তলায় আছে সেটা রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কে সুদের হার থেকে কাস্টোমারদের সাথে আচরণের সব নিয়ম তারাই বের করে।

Advertisement

গ্রামীণ অর্থনীতিতে সবথেকে বড়ো ভূমিকা পালন করে সমবায় ব্যাঙ্কগুলি। কিন্তু এই সমবায় ব্যাঙ্কগুলিকে এই বেশ কিছু বছরে একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়তে দেখা গেছে। তারা রাজনৈতিক নেতাদের কথা শুনে কাজ করে দেখা গেছে।

Advertisement

ভোটের আগে ডবল ধামাকা! শিক্ষক ও শিক্ষা কর্মীদের বকেয়া বেতন সহ ডিএ মিটিয়ে দেবে সরকার।

২০২২ সালে আটটি ব্যাঙ্কের , ২০২১ সালে ২টি এবং ২০২০ সালে ২টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। ২০২৩ টি যে আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে তা হলো মুধল সমবায় ব্যাঙ্ক, মিল্লাথ সমবায় ব্যাঙ্ক, শ্রী আনন্দ সমবায় ব্যাঙ্ক, রুপি সমবায় ব্যাঙ্ক, ডেকান আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষী কো অপারেটিভ ব্যাঙ্ক, সেবা বিকাশ সমবায় ব্যাঙ্ক,বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি কাস্টমারদের সঠিক সময়ে সুদ দেয়নি।

এছাড়াও তাদের জমা রাখা টাকার হিসাব দেখাতে পারেনি। রাজনৈতিক ব্যাক্তিদের কথায় ব্যাঙ্কগুলি কাজ করেছে বলেও জানা যাচ্ছে। প্রথমেই রিজার্ভ ব্যাংক লাইসেন্স বাতিল করেনা। তাদের বারবার সাবধান করার পাশাপাশি জরিমানাও করেছিল পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কিন্তু তাতেও তারা সাবধান হয়নি। শেষমেষ লাইসেন্স বাতিল করতে বাধ্য হলো রিজার্ভ ব্যাংক। নিয়মের ব্যাঙ্ক কাউকেই ছাড় দেয়না। সরকারি ব্যাঙ্ক যেমন ইন্ডিয়ান ব্যাঙ্ককেও কিছুদিন আগে তারা জরিমানা করেছে বড়ো টাকা।