RBI এর নির্দেশে বন্ধ হতে চলেছে পুরোনো পাঁচ টাকার কয়েন, আপনার কাছে থাকলে আজই ব্যাংকে জমা করে আসুন।
বাজার থেকে পুরোনো পাঁচ টাকার কয়েন তুলে নিতে বাধ্য হলো রিজার্ভ ব্যাংক (RBI). দেশে একসময় দশ টাকার কয়েন আসেনি কিন্তু তখন থেকেই পাঁচ টাকার কয়েন এবং নোট রমরমিয়ে চলছে। আজ সময়ের সাথে সেইগুলি আর দেখা যায়না। হঠাৎ করেই সব কয়েনই ছোটো পাতলা করে দিয়েছিল। ব্যাতিক্রম নয় পাঁচ টাকার কয়েনও।
রুপালি রঙের মোটা পাঁচ টাকার কয়েনের বদলে হঠাৎই বাজারে আসে সোনালী রঙের পাতলা পাঁচ টাকার কয়েন। এতে সমস্যায় পড়ে আমজনতা, তাদের একাধিক ঘটনায় চিনতে অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছিল। তাড়াতাড়ি কয়েন নিতে গিয়ে দেখা যায় পাঁচ টাকার বদলে এক টাকা দু টাকা দিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছে। আর হাত দিয়ে শুধুমাত্র বোঝার উপায় নেই কোনটা কত টাকার কয়েন।
মধ্যবিত্তের হেঁসেলে ফিরল স্বস্তি, ব্যাপক হারে কমলো রান্নার গ্যাসের দাম, জানুন নতুন দাম।
রিজার্ভ ব্যাংক (RBI) এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচাতে। বিভিন্ন পর্যবেক্ষন দেখা যায় এই পাঁচ টাকার কয়েন বাংলাদেশে পাচার হচ্ছে অনৈতিক কাজের জন্য। সেখানের কিছু অসাধু ব্যাবসায়ী এই পুরোনো পাঁচ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করছে। যার বাজার মূল্য দুটাকা। একটি কয়েন গলিয়ে তিনটে ব্লেড তৈরি করছে তারা।
পাতলা যে দাড়ি কাটার ব্লেড বাজারে তৈরি হয় তা এই কয়েন থেকেই হচ্ছিল। সেই ক্ষেত্রে দেশের অর্থনীতি ধাক্কা খেতে পারত। আগের পাঁচ টাকার কয়েনটির সারফেস মূল্য পাঁচ টাকা থাকলেও মেটাল ভ্যালু ছয় টাক আট টাকা। কয়েন পরিবর্তন করে দেওয়ার পর বাংলাদেশের এই চক্র বন্ধ হয়ে গেছে। আরবিআই বুদ্ধিমত্তার সাথে কয়েন তৈরির উপাদানও পরিবর্তন করে দিয়েছিল।
আরবিআই এই ধরনের মাস্টারস্ট্রোক দেশে নয়া পরিবর্তন এনেছে বারবার। এতে সাধারণ মানুষ প্রথম কিছুদিন সমস্যায় পড়লেও ভবিষ্যত তাদের সুনিশ্চিত হয়ে যায়। দেশের অর্থনীতিকে কোনো বাইরের দেশের তুলনায় নেমে যেতে হয়না। সব পুরোনো কয়েনেই একাধিক পরিবর্তন এনেছিল। সারফেস ভ্যালুর তাতে কোনো পরিবর্তন আসেনি।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link