rbi-issued-notice-about-cash-keeping-in-home
Advertisement

পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।

বাড়িতে কত টাকা রাখতে পারবেন সেই নিয়ম বেঁধে দিল রিজার্ভ ব্যাংক। সামনেই আয়কর দাখিলের সময়। এই সময় রিজার্ভ ব্যাংক প্রতিটি হিসাব খুব সূক্ষ্ম ভাবে মেলাতে চায়। তারা একাধিক জায়গায় রেড করে থাকে। ভারতবর্ষের অর্থনীতির মেরুদন্ড রিজার্ভ ব্যাঙ্ক। প্রতিটি ব্যাঙ্কও যে ছাদের তলায় থাকে সেটিও রিজার্ভ ব্যাংক।

Advertisement

তাদের চলার নিয়ম থেকে সুদের হার সবই এই রিজার্ভ ব্যাংকেরই তৈরি। প্রতিটি মানুষের আয়ের সীমা দেখে সেও বাড়িতে কত টাকা রাখতে পারবে ঠিক করে দিল রিজার্ভ ব্যাংক। এখন অনেকেই ব্যাস্ত ২০০০টাকার নোট বদল নিয়ে।

Advertisement

ন্যাশানাল স্কলারশিপ 2023, আবেদন করলেই পাবেন নগদ ৫০০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি।

যার কাছে যা নোট আছে তা ব্যাঙ্কে গিয়ে পরিবর্তনের শেষ তারিখ দিয়েছে সেপ্টেম্বর অবধি। এইবারে কিছুটা সময় দিয়েছে রিজার্ভ ব্যাংক। ইতিমধ্যেই ২০০০ টাকার আর কেনো চলবেনা তা জানিয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাংক।

অনলাইন পেমেন্ট অপশন এসে গেলেও বেশি ট্রানজকশন ক্যাশেই হয়। তাই বাড়িতেই টাকা রাখে অনেকে। আবার একাধিক ব্যাক্তি আছে যারা ব্যাঙ্কের ঝামেলা এড়াতে টাকা রাখেন বাড়িতে। আপনি যদি পাঁচ লক্ষ্য টাকা আয়কর দেন তবেই সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা রাখতে পারবেন। অবশ্যই এর উপযুক্ত নথি আপনার কাছে রাখতে হবে।