rbi-may-hold-repo-rate-as-retail-inflation
Advertisement

পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।

গাড়ি বাড়ির সুদের হার কমতে চলছে। রিজার্ভ ব্যাংকের মিটিং এ ঠিক করা হচ্ছে রেপো রেট কমাতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে মুদ্রাস্ফীতি চরমে ঠেকেছে। এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি নেমে এসেছে ৪.৭ শতাংশে। যদিও আরবিআই এই পরিমাণ রেট থাকলে ক্ষতির মুখে পড়বেনা।

Advertisement

ছয় সদস্যের কমিটির মিটিং বসতে চলছে এই জুনেই। অনেকেই দাবি ভারতে চলা বর্তমান রেপো রেট ৬.৫ শতাংশ তা ঠিকই। কমানোর বা বাড়ানোর কোনো দরকার নেই। এতেই ভারতের অর্থনীতিতে কোনো বড়ো প্রভাব পড়বেনা। তাই আলাদা করে লোনের সুদ বাড়ার কোনো আশঙ্কা নেই।

Advertisement

Jio, Airtel নাকি Vi কার প্ল্যান বেশি সস্তা ও সুবিধাজনক, জানুন।

বেশ কিছু বছর ধরে রেপো রেট বেড়েছে অনেক। এতে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে অনেক। একে মূল্যবৃদ্ধির কারণে নিত্যদিনের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তার উপর ইএমআই বাড়া। সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে ইএমআই তেই জিনিস কিনছে মানুষ।

রিজার্ভ ব্যাংকের কোষাগারে যে পরিমাণ টাকা আছে তাতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে। খুচরো বাজার থেকে পাইকারি বাজার সবজায়গায় রেপোরেট কমিয়েছে অনেক। কিন্তু এখন বাজারে পয়সার জোগান আছে তাই রেপো রেট একই রাখুক দরকার পড়লে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link