rbi-new-guideline-for-1-2-5-and-10-taka-coins

১,২,৫, ১০ টাকার কয়েন নিয়ে বড় খবর।

কয়েন নিয়ে বড়ো পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের। বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক। কিন্তু কয়েন নিয়ে কোনো নির্দেশিকা দেয়নি তারা। ১,২,৫, ১০ টাকার কয়েন নিয়ে খুচরো বাজারে শোরগোল চলছে। কোনো দোকানের লোক এই কয়ে ন নিতে চাইছেনা। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো কেউ বুঝতে পারছেনা। রিজার্ভ ব্যাংক বরং অনেক ধরনের নতুন কয়েন বাজারে নিয়ে আসার প্রচেষ্টায় আছে। যেমন তারা সম্প্রতি ২০ টাকার কয়েন বাজারে নিয়ে এসেছে।

আবার অনেক সাধারণ মানুষ দাবি করছে ব্যাঙ্কে নিয়ে গেলেও নাকি খুচরো পয়সা নিতে চাইছেনা। যদিও এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলিতে যখনই খুচরো পয়সা নিয়ে যাওয়া হবে তারা জমা নিয়ে নেবে সাধারণ মানুষকে অসুবিধার হাত থেকে বাঁচাতে। সাধারণ মানুষ যদি খুচরো পয়সা না নিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবধি নেওয়া যাবে। ১২৪A ধারায় অবমাননার কারণে তিন বছর সশ্রম কারাদন্ড সহ জরিমানা করা হবে।

ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবেন কীভাবে? কতো ফলোয়ারে কতো টাকা পাওয়া যায়? জানুন বিস্তারিত।

এই ধরনের খুচরো পয়সা সব ধরনের ছোটো ব্যাবসায়ীদেরই কাজে লাগে নিত্যদিনের পয়সা ফেরত দিতে ক্রেতাদের। আবার পুরোহিতদের যেমন আয়ের বেশিটাই খুচরো পয়সা তারা এতে ভীষণ বড়ো সমস্যায় পড়ছে। তাদের এর জন্য সব সময় পোস্ট অফিসে যেতে হবে এবার। কিন্তু বাজারে লক্ষাধিক খুচরো টাকা আটকে আছে। সেই সব টাকার গুরুত্ব একটুও কমেনি তাই কোনো সমস্যায় পড়লে আপনি অভিযোগ জানাতেই পারেন। রিজার্ভ ব্যাংক যেকোনো ধরনের অসুবিধায় সাহায্য করবে।