rbi-new-rules-for-500-rupee-note-after-2000-note-banned
Advertisement

ঠিক কি জানালো RBI জানুন।

পাঁচশো টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা সামনে এলো এবার। ৩০ শে সেপ্টেম্বর থেকে ২০০০টাকার নোট বাতিল হতে চলেছে এই দেশে। তার ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে সরকার। যাতে কোনোরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় আর আগের বারের মতো। শেষবার নোট বাতিলের সময় ৫০০এবং ১০০০টাকা বাতিল করেছিল সরকার।

Advertisement

কিন্তু এক রাতের মধ্যে সেই নোট বাতিলের খবর এসে পৌঁছয় সাধারণ জনগণের কাছে। এতে তাদের হয়রানি হতে হয়েছে প্রতিটি মূহুর্তে । দেশজুড়ে পয়সার আকাল চলেছে। বিপুল ঘাটতি মেটানোর জন্য সরকারও সঠিকভাবে প্রস্তুত ছিলনা। সাধারণ মানুষের নিত্যদিনের খাবার জোগাড়ে অবধি সমস্যা তৈরি হয়েছিল।

Advertisement

এই মাসে কোন কার্ডে পাবেন কি পরিমাণ মাল, জেনে নিন জুন মাসের ফ্রী রেশন তালিকা।

এইবার তাই আগে থেকেই ঘোষণা করেছে যাতে তারা আগে থেকেই ব্যাঙ্কে গিয়ে টাকা পরিবর্তন করে চলে আসে। ব্যাঙ্কগুলিও কোনোরকম শর্ত ছাড়াই সেই টাকা পরিবর্তনে বাধ্য। সাধারণ মানুষ তাই হাতে সময় নিয়ে নোট পরিবর্তন করে নিচ্ছে ।

রিজার্ভ ব্যাংকের তরফে চারটি টাকা ছাপার মেশিনে কাজ চলে। এর মধ্যে দুটি রিজার্ভ ব্যাঙ্ক নিজেই নিয়ন্ত্রণ করে আর দুটি কেন্দ্র সরকার। শোনা যাচ্ছে এই টাকা ছাপানোর কাজ ২২, ২৩ ঘণ্টারও বেশি চলছে। আর বর্তমানে তারা পাঁচশো টাকা নোটের ছাপানোরই কাজ করছে। বাজারে ৩.২ ট্রিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হতে চলেছে দুই হাজার টাকার নোট তুলে নিলে।

এই ঘাটতির জোগান প্রস্তুত না করে রাখলে অর্থনীতি আবার হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। সাধারণ মানুষের দু হাজার টাকা নোট এখনও বাজারে বহাল তবিয়তে চলছে কিন্তু এর মেয়াদ শেষেল পথে তাই এমন সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের। আর বাজারে পড়ে থাকা সব থেকে বড়ো নোট পাঁচশো টাকা তাই এমন সিদ্ধান্ত।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link