পুরোটা জানতে হলে পড়ুন বিস্তারিত।
বিভিন্ন সময়ে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকার ব্যাঙ্কিং নির্দেশ জারি করে আরবিআই কিংবা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু এদিন সামনে এলো এমন এক খবর যাতে অনেকেরই কপালে ভাঁজ পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দাবি করেছেন অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৩০,০০০ টাকার বেশি হয় তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ঘটনাটি।
এখন প্রশ্ন হচ্ছে এই ভাইরাল বার্তাটি কি আদৌ সত্যি? স্বাভাবিকভাবেই উঠেছে অনেক প্রশ্ন। সকলের মনে একটাই প্রশ্ন আরবিআই গভর্নর কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তাই এই বার্তার ফ্যাক্ট চেক করতে আসরে নামে পিআইবি। এই বার্তাটি সম্বন্ধে বিভিন্ন তথ্য যাচাই করে, পিআইবি ফ্যাক্ট চেক একটি টুইট করে নিজেদের নির্যাস জানিয়েছে।
শুরু হল পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা দেওয়া, বাদ পড়েছেন ১৫ লক্ষ কৃষক, দেখে নিন লিস্ট।
পিআইবি টুইটের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন আরবিআই এমন কোনরকম নির্দেশিকা জারি করেনি। কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যদি ৩০ হাজার টাকার বেশি থাকে তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো।
পিআইবির পাশাপাশি এই সম্বন্ধে যাচাই করেছে কেন্দ্রীয় ফ্যাক্ট চেকিং সংস্থাও। তারাও সহমত পোষণ করে জানিয়েছে আরবিআই-এর তরফে এমন কোন সিদ্ধান্তই নেওয়া হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো। একইসঙ্গে সাধারণ জনগণকে জানানো হয়েছে এই ধরনের বার্তা থেকে সাবধানে থাকতে। গুজবে কান না দিতে এবং গুজব না ছড়াতে। কেন্দ্রীয় ফ্যাক্ট চেকিং সংস্থা থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে যদি এরকম কোন ফরওয়ার্ড আসে, তাহলে তা যাচাই না করে যেন ফরওয়ার্ড তারা না করেন।