আজ ১লা জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। আর ২০২৩ সালের প্রথম দিনেই পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য এক দারুণ সুখবর প্রকাশে আনা হলো রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের তরফে। আজ্ঞে হ্যাঁ, পশ্চিমবঙ্গের এক বিখ্যাত ইউনিভার্সিটি তরফে উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আজকের এই পোস্টে শূন্যপদগুলির জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদনের পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি উল্লেখ করা হলো।
চলুন তবে এই শূন্যপদগুলি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
(ক) পদের নাম:- কেয়ারটেকার।
শূন্যপদের সংখ্যা:- ২ টি।
বেতন:- উক্ত ইউনিভার্সিটির তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, কেয়ারটেকার পদে কর্মরত কর্মীকে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
এই শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:- চাকরিপ্রার্থীদের সুবিধার খাতিরে জানিয়ে রাখি যে, পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় বসবাসকারী চাকরিপ্রার্থীরাই এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
এখন নিজের কাপড়ের ব্যবসা শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করে নিন
• আবেদনের পদ্ধতি:- অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই শূন্যপদগুলিতে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আলাদাভাবে আবেদন করার কোন প্রয়োজন নেই। উপরিউক্ত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে সরাসরি ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ-এর মাধ্যমেই উক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করে নেওয়া হবে। তবে এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, চাকরিপ্রার্থীদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে টেম্পারারি বেসিসে নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ-এর ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:- ইন্টারভিউ-এর দিন চাকরিপ্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং রেজিস্টারারকে উদ্দেশ্য করে লেখা একটি আবেদনপত্র নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
• ইন্টারভিউ-এর স্থান:- নীচে থাকা অফিসিয়াল নোটিফিকেশন চেক করুন
• নিয়োগের স্থান:- অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, বাঁকুড়া ইউনিভার্সিটিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
• ইন্টারভিউয়ের তারিখ:- নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ৪ঠা জানুয়ারি, ২০২৩ তারিখে দুপুর ১ টা থেকে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link