চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় চলেই এসেছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে বিপুল। একে একে সরকারি চাকরি পাচ্ছেন সকল চাকরি প্রার্থী। এরমধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য আবার সুখবর। নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এমন এক সিদ্ধান্ত যাতে মুখে হাসি ফুটবে সবার। জানা যাচ্ছে, এবার থেকে স্কুলে সাঁওতালি ভাষা শেখানোর জন্য নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষা সচিব এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাই। এই নিয়োগের মাধ্যমে আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করতে পারব। তবে নবান্নের ঘোষনা অনুযায়ী এই নিয়োগ শুধুমাত্র জঙ্গলমহল নিবাসীদের জন্যই। জঙ্গলমহল এবং তার আশেপাশের অঞ্চলে যে ছেলেমেয়েরা সাঁওতালি ভাষা নিয়ে বিএড করতে চাইছে তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে এবার। বিএড করার পাশাপাশি মিলবে রাজ্য সরকারের স্কুলে চাকরিও।
আরও পড়ুন:- রেশন কার্ড নিয়ে উঠে এলো নতুন আপডেট। সবার রেশন কার্ড যাচাই করা শুরু হলো।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ঝাড়গ্রামের বিভিন্ন স্কুলে, সাঁওতালি শেখানোর জন্য মোট ৮৪৪টি শূন্য পদে নিয়োগ হবে। একইসঙ্গে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে, ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে সাঁওতালি ভাষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয় খোলা হবে। একই সঙ্গে খোলা হবে সাঁওতালি ভাষায় পড়াশোনা করার জন্য বিশ্ববিদ্যালয়। স্বভাবতই রাজ্য সরকারের এই ঘোষণায় রাজ্যের সাঁওতাল ভাই-বোন এবং চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।