পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে এমন এক স্কলারশিপ কার্যকরী করা হয়েছে যে স্কলারশিপে আগামী দিনে ছাত্র-ছাত্রীরা ২ লক্ষ টাকা থেকে শুরু করে ৬ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আর রিলায়েন্স ফাউন্ডেশনের কার্যকর এই স্কলারশিপটি বর্তমানে ছাত্রমহলে রিলায়েন্স স্কলারশিপ (Reliance Scholarship) নামে বিশেষ পরিচিত।
ইতিমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে এই স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত তথ্যও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে। আর তারপরেই ছাত্র-ছাত্রীদের মধ্যে এই স্কলারশিপটি নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে। আর তাই আজ আমরা রিলায়েন্স স্কলারশিপে (Reliance Scholarship) কারা আবেদন জানাতে পারবেন, আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি কি কি তা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক রিলায়েন্স স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:-
১. রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরে কিংবা স্নাতকোত্তর স্তরে রেগুলার কোর্সে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তারা কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন। তবে স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র কম্পিউটার সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবেল অ্যান্ড নিউ এনার্জি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন।
নতুন পদ্ধতিতে চালু হলো পিএম কিষাণের আবেদন প্রক্রিয়া। আজই আবেদন করুন।
২. স্নাতকস্তরে পাঠরত যেসকল ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে পাঠরত যেসমস্ত শিক্ষার্থীদের স্নাতক স্তরের পরীক্ষায় CGPA ৭.৫ রয়েছে অথবা GATE পরীক্ষায় ৫০০ থেকে ১০০০ এর মধ্যে নম্বর রয়েছে তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।
৩. ভারতে বসবাসকারী যেকোনো ছাত্র-ছাত্রীই এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।
৪. স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার নীচে হলে তবেই তারা এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন। তবে পারিবারিক বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকা বা তার নীচে হলে সেই ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এই স্কলারশিপের অধীনে কতো টাকার অনুদান পাওয়া যায়:- অনুদান প্রদানের বিষয়টিকে মাথায় রেখে এই স্কলারশিপটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এই বিভাগ দুটি হলো, রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২২-২৩, রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২২-২৩। স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীরা ২ লক্ষ টাকার অনুদান পাবেন। এক্ষেত্রে স্নাতক স্তরে পাঠরত ৫,০০০ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচন করে প্রতি বছর এই অনুদানের অর্থ দেওয়া হবে।
আবার অন্যদিকে, স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীরা ৬ লক্ষ টাকার অনুদান পাবেন। এক্ষেত্রে স্নাতক স্তরে পাঠরত ১০০ জন ছাত্র-ছাত্রীকে প্রতি বছর এই অনুদানের অর্থ দেওয়া হবে।
এই স্কলারশিপের অধীনে আবেদন জানাবেন কিভাবে:- রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের অধীনে আবেদন জানানোর জন্য প্রথমেই আপনাকে buddy4study -এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/reliance-foundation-scholarships -এ যেতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবে। পরবর্তীতে আপনার যোগ্যতা অনুসারে উপরোক্ত স্কলারশিপ দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নেবেন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার একেবারে নীচের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করবেন।
Apply Now অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট, ফোন নম্বর অথবা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার সামনে এই স্কলারশিপ সংক্রান্ত একটি নতুন পেজ আসবে যাতে আপনি কতোগুলি প্রশ্ন দেখতে পাবেন। পরবর্তীতে আপনাকে সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে।
এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর আপনাকে যদি রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনের যোগ্য বলে গণ্য করা হয় তবে আপনার কাছে একটি ইমেইল পাঠানো হবে। এই ইমেইলে থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। আপনাকে এই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় নথি:-
১. পাসপোর্ট সাইজের ফটো।
২. আবেদনকারীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
৩. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
৪. নতুন কোর্সে ভর্তির প্রমাণপত্র।
৫. স্টুডেন্ট আইডি।
৬. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৭. প্রতিবন্ধী সার্টিফিকেট (বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য)।
৮. স্নাতক স্তরের পরীক্ষার সার্টিফিকেট। (স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
৯. আবেদনকারীর সংক্ষিপ্ত বিবরণ বা কারেন্ট রিজিউম। (স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
১০. GATE পরীক্ষার মার্কশিট। (স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
১১. দুটি প্রবন্ধ:- ব্যক্তিগত বিবৃতি এবং উদ্দেশ্য সম্পর্কিত বিবৃতি। (স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
১২. দুটি রেফারেন্স লেটার:- একটি অ্যাকাডেমিক এবং একটি ক্যারেক্টার বিষয়ক। (স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
১৩. পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র/জয়েনিং লেটার/ ইন্টার্নশিপের সার্টিফিকেট।(স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)
আবেদনের সময়সীমা:- ছাত্রছাত্রীরা ১৪ই ফেব্রুয়ারি,২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।