Reserve Bank এর শাস্তির মুখে পড়ে বন্ধ সব ধরনের লেনদেন, জানুন বিস্তারিত।
Reserve Bank তাদের নিয়ম না মানলে সরকারি বেসরকারি কোনো ব্যাঙ্ককেই ছেড়ে কথা বলেনা। সরকারি ব্যাঙ্ক থেকেও দুর্নিতির খবর এলে একইভাবে পদক্ষেপ নেয় যা বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে নেয়। ভারতবর্ষের ব্যাঙ্কিং মডেল অনেক দেশের কাছেই ঈর্ষণীয়। তার জন্য সবথেকে বড়ো ভূমিকা পালন করে রিজার্ভ ব্যাংক।
Reserve Bank এর গভর্নররা পৃথিবীর একাধিক বড়ো অর্থনীতি বিভাগের দায়িত্ব পালন করে আসে। ভারতবর্ষে সেভাবে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেনা। আর যে সকল ব্যাঙ্ক ঋণ শোধ করতে পারেনা তাদের জন্যও নেওয়া হয় কড়া পদক্ষেপ। ঋণখেলাপি ব্যাক্তিদেরও কোনোরকম ছাড় দেয়না রিজার্ভ ব্যাংক।
এই কাজটি না করলে সামনের মাস থেকে বন্ধ হবে রেশন, সময় থাকতে জেনে নিন।
এবার Reserve Bank এর কোপের মুখে পড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে বারবার সাবধান করেছিল তাদের। সাধারণ মানুষের অনেক টাকার হিসাব না দিতে পারা, সমবায়গুলির দুর্নীতি চোখে পড়েছে সকলের। এর আগে তাঁরা তাদের পরিষেবার জন্য রিজার্ভ ব্যাংকের কোপের মুখে পড়েছিল। প্রায় পঞ্চান্ন লক্ষ্য টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। এতে সাধারণ মানুষের চিন্তার কিছু নেই তবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের ভিত অনেক শক্তিশালি। তাদের বার্ষিক আয়ের তুলনায় এটা কিছুই নয়। তবে সম্প্রতিকালে এত বেশি জরিমানা কাউকে করেনি তারা।
ঋণ নেওয়া রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানলে তারা ব্যাঙ্কের লাইসেন্স অবধি বাতিল করতে পারে । একছাতার তলায় সব ব্যাঙ্ককে সুশৃঙ্খল ভাবে বেঁধে রাখতে কিছু কঠিন নিয়ম তো মানতেই হয়। নাহলে দেশ আর্থিক মন্দার দিক দিয়ে গেলে ব্যাঙ্ক গুলি ও ধসে পড়ত। ব্যাঙ্কের প্রতিটি নিয়মই এই রিজার্ভ ব্যাংকই তৈরি করে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link