result-out-date-of-madhyamik-and-higher-secondary-examination-have-been-published

সদ্য পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর তাতেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবকেরা। তবে এবারে খানিকটা হলেও চিন্তা কমতে চলেছে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীদের। ইতিপূর্বে পর্ষদ সভাপতির তরফে এক সাংবাদিক বৈঠকে আগামী দিনে কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে তা সম্পর্কে জানানো হয়েছিল। আর এবারে আগামী দিনে কবে রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে তা সম্পর্কে এক বিশেষ আপডেট প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।

উচ্চমাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগত মে মাসের শেষ সপ্তাহে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে সংসদের তরফে। যদিও ইতিপূর্বে বিভিন্ন সূত্রের তরফে বারংবার দাবি করা হয়েছিল যে, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে এই সমস্ত সূত্রের দাবিকে উড়িয়ে দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট সংক্রান্ত এই নতুন আপডেট প্রকাশ করলেন স্বয়ং সংসদ সভাপতি। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সমগ্র রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, সঠিক সময়ে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হলে মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফলও প্রকাশ করা হবে। আর এই সময় সীমা অনুসারেই ফলাফল প্রকাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ।

result-out-date-of-madhyamik-and-higher-secondary-examination

আরও পড়ুন:- বহু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাতে আজই করুন এই কাজ

মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে?

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে সে, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে এর পরবর্তী দফার কাজগুলিও যথাযথ সময়ে শেষ করার জন্য যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ৮০ শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছে। বাকি নম্বর যথাযথ সময় জমা করা হলে পরবর্তী দফার কাজগুলি সম্পন্ন করা হবে সংসদের তরফে। আর এই সমস্ত কাজগুলি সঠিক সময় সম্পন্ন হলেই আগত মে মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে সংসদের তরফ।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link

কত তারিখে প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট?

মে মাসের শেষ সপ্তাহের রেজাল্ট প্রকাশ করা হবে তা জানানো হলেও কত তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে রেজাল্ট প্রকাশ হবে এ সম্পর্কে এখনো পর্যন্ত জানানো হয়নি। একইভাবে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে তা জানানো হলেও কত তারিখে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ্যে আনা হবে এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে এই সংক্রান্ত সঠিক তারিখ না জানানো হলেও সংসদের তরফে একটি নির্দিষ্ট রূপরেখা প্রকাশ্যে আনায় যথেষ্ট খুশি হয়েছেন পরীক্ষার্থী সহ অভিভাবক এবং শিক্ষকরা। খুব শীঘ্রই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হবে শিক্ষা দপ্তরে এমনটাই আশা রাখছেন রাজ্যের সাধারণ জনগণ।