মাধ্যমিক পরীক্ষার রুটিন (Routine of Madhyamik Examination)
Advertisement

একদিকে যেমন নতুন বছর শুরু হয়েছে, অন্যদিকে ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ শুরু হয়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে চিন্তা যথেষ্ট বেশি। কারণ একদিকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের তুলনায় বেশ কিছুদিন আগে আয়োজিত হবে, অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রথম এতো বড় পরীক্ষা দিতে চলেছেন।

Advertisement

আর তাই মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে পরীক্ষার্থীরা যথেষ্ট চিন্তায় রয়েছেন, কারণ ছোট্ট একটি ভুলে ছাত্র-ছাত্রীদের অযাচিত সমস্যার সম্মুখীন হতে হবে। ইতিপূর্বে পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ্যে আনা হলেও মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে বারংবার বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আর তাই আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

Advertisement

চলুন তবে মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার শুরু হতে চলেছে আর তা শেষ হবে ৪ঠা মার্চ, ২০২৩ তারিখে।
২৩শে ফেব্রুয়ারি, ২০২৩, বৃহস্পতিবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা রয়েছে। আর প্রথম দিনই প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হবে।
২৪শে ফেব্রুয়ারি, ২০২৩, শুক্রবারে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা।
২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবারে ভূগোল পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে প্রকাশিত রুটিনে।
২৭শে ফেব্রুয়ারি, ২০২৩ অর্থাৎ সোমবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষা রয়েছে।
২৮শে ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবারে জীবন বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে প্রকাশিত রুটিনে।
২রা মার্চ, ২০২৩ তারিখ, বৃহস্পতিবার গণিত পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের।
৩রা মার্চ, ২০২৩, শুক্রবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌত বিজ্ঞান পরীক্ষা আয়োজিত হবে বলেই জানানো হয়েছে।
সবশেষে ৪ঠা মার্চ, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে।

হাতে সময় খুব কম, এখনও করেননি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক। তবে এখনই করে নিন

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশে আনার পাশাপাশি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের জানানো হয়েছে যে, বিগত দু’বছরে করোনা মহামারীর কারণে মাধ্যমিক পরীক্ষা অনলাইনের মারফত নেওয়া হলেও চলতি বছরে তা আর অনলাইনের মাধ্যমে নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে আগামী দিনে তা অফলাইনের মারফত নেওয়া হবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।

এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এও জানানো হয়েছে যে, ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে। বিগত বছরগুলিতে করোনা মহামারী চলাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের স্বল্প সিলেবাস মাধ্যমিক পরীক্ষা নেওয়া হলেও চলতি বছরে আর তা কোনোভাবেই নেওয়া হবে না বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পর্ষদের তরফে।

এছাড়াও সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, মহামারীর আগে যেভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতো ঠিক তেমনভাবেই সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু করে বিকেল ৩ টে পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলবে অর্থাৎ সম্পূর্ণ ৩ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হবে। তবে ছাত্র-ছাত্রীরা লেখার ক্ষেত্রে মাত্র ৩ ঘণ্টার সময় পাবেন, বাকি ১৫ মিনিট সময় প্রশ্নপত্র পড়ার জন্যই ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।