আবেদনের সব তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
রেলের বিপুল শূন্য পদের তালিকা বের করলো। মাধ্যমিক পাশ থেকেই আবেদন করা যাবে। দেশজুড়ে চাকরির হাহাকার। এই পরিস্থিতিতে যেকোনো চাকরির জন্যই সকলে প্রস্তুত। এখন সেই চাকরি যদি রেলের হয় তাহলে স্বপ্ন পূরণ কিছুটা হলেও হবে। রেলের চাকরির বিজ্ঞপ্তি বেরোয় অনেকদিন ছাড়া। কিন্তু প্রত্যেকেই জানে একবার রেলের চাকরি পাওয়া জীবন নিশ্চিত হয়ে যাবে। অনেকবছর ধরে প্রত্যেকেই প্রিপারেশন নেয়। প্রধানত লোকো পাইলট, অ্যাস্টিস্টেন্ট এই পদের নিয়োগ হবে।
প্রতিটি পদের যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিল আপ করা হবে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেকেরই ফর্ম ফিল আপ হবে নিয়োগের তালিকা দেখে। মোট ৪৩ হাজার পদের জন্য ফর্ম ফিল আপ করা হবে।
রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে। সেখানে সাইন ইন না করা থাকলে ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। এরপর একে সব ডকুমেন্ট চেয়ে নেবে পাসপোর্ট সাইজ ফটোর সাথে। সেই ফর্ম ফিল আপ হলে প্রিন্ট আউট বের করে নিয়ে আসবে।
মাসের শুরুতেই ব্যাপক হারে কমতে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। জেনে নিন নতুন রেট।
আপনার কাছে যোগ্যতার সার্টিফিকেট, বাসিন্দার প্রমাণপত্র, আপনার পরিবারের আয়ের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট চাওয়া হবে। এখান থেকে ফাইনাল ডকুমেন্ট সাবমিশন হয়ে গেলে মেসেজ আসবে। এখনো অবধি নিয়োগের কোনো সঠিক তারিখ দেয়নি। তবে পরের বছর লোকসভা ভোট আসছে তার আগে নির্দেশিকা বেরোতে পারে বলে অনকেরই আশা। রেলের বেসরকারিকরণ নিয়ে বিরোধিতার কারণে অনেকেই আন্দোলনে নেমেছিল। তাদের বিরুদ্ধে দেওয়া নির্দেশিকা কিন্তু এখনো জারি আছে।