খুব শীঘ্রই নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। আর এই নতুন অর্থবর্ষের শুরুতে সমগ্র ভারতের সাধারণ মানুষের জন্য এক নতুন পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে আগামী দিন ১০০ দিনের কাজের (100 Days Work) আওতায় থাকা কর্মীদের বেতন বাড়তে চলেছে বলেই জানানো হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রকাশিত এক নির্দেশিকা মারফত সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগত এপ্রিল মাস থেকেই ১০০ দিনের কাজের (100 Days Work) আওতায় থাকা কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই মজুরির পরিমাণ এক হবে না বলেই জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ১০০ দিনের কাজের অধীনস্থ কর্মীদের ভিন্ন ভিন্ন পরিমাণ মজুরি বৃদ্ধি হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ভারতের সমস্ত রাজ্যগুলির কর্মীদের দৈনিক মজুরি ২ শতাংশ থেকে শুরু করে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
অর্থাৎ ভিন্ন ভিন্ন রাজ্যের ক্ষেত্রে করে কর্মীদের মজুরি ৭ টাকা থেকে শুরু করে ২৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, ১লা এপ্রিল থেকে ১০০ দিনের কাজের জন্য কর্মীদের মজুরি বাড়ানো হবে। সমগ্র ভারতের সমস্ত রাজ্যগুলির মধ্যে রাজস্থানের কর্মীদের মজুরি সব থেকে বেশি বৃদ্ধি করা হবে। এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে রাজস্থানের কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে ৩৫৭ টাকা হতে চলেছে। অন্যদিকে, সমগ্র দেশের মধ্যে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের কর্মীদের সব থেকে কম দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে ফ্রীতে চিকিৎসা। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।
আগত এপ্রিল মাস থেকে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের কর্মীদের দৈনিক মজুরি ২০৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২২১ টাকা হতে চলেছে এমনটাই জানানো হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে। তবে শুধুমাত্র ছত্তিশগড় কিংবা মধ্যপ্রদেশ নয় কর্ণাটক, গোয়া, মেঘালয় এবং মণিপুরের শ্রমিকদের ক্ষেত্রেও দৈনিক মজুরির পরিমাণ যথেষ্ট কম পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, আগত অর্থবর্ষে রাজস্থানের কর্মীদের দৈনিক মজুরি সবথেকে বেশি বৃদ্ধি করা হবে। চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে রাজস্থানের কর্মীরা ২৩১ টাকা করে দৈনিক মজুরি পেয়ে থাকেন, তবে আগামী এপ্রিল মাস থেকে রাজস্থানের কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে ২৫৫ টাকা হতে চলেছে।
ফোন পে-গুগল পে তে টাকা পাঠিয়েছেন কিন্তু গ্রাহকের কাছে পৌঁছায়নি টাকা? কি করবেন জেনে নিন।
এর পাশাপাশি বিহার ও রাজস্থানের ১০০ দিনের কাজের অন্তর্গত কর্মীদের দৈনিক মজুরি ৮% বৃদ্ধি করা হবে বলেই জানানো হয়েছে এই নির্দেশিকা। বিগত বছরে বিহার ও ঝাড়খণ্ডে এই সমস্ত কর্মীদের দৈনিক মজুরি ছিল ২১০ টাকা, আগামী এপ্রিল মাস থেকে এই মজুরি বৃদ্ধি পেয়ে ২২৮ টাকায় দাঁড়াবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ব্যাপী ১০০ দিনের কাজের আওতায় থাকা অদক্ষ শ্রমিকদের ২৩০ টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, স্বল্প দক্ষ ও বিশেষভাবে দক্ষ শ্রমিকদের যথাক্রমে ৩৩৪ টাকা এবং ৪৪৬ টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে বলেই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যে।
ভারতজুড়ে চলতে থাকায় মূল্যবৃদ্ধির আবহে সাধারণ মানুষকে খানিকটা হলেও আর্থিক স্বস্তি প্রদানের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের তরফে। যদিও কেনো দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। যদিও এই নতুন অর্থবর্ষের শুরুতেই দৈনিক মজুরি বৃদ্ধির এই নতুন সিদ্ধান্তে যথেষ্টই খুশি হয়েছেন ১০০ দিনের কাজের আওতায় থাকা শ্রমিকরা।