salary-of-central-government-employees-has-been-increased
Advertisement

সুখবর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের জন্য। এই মাসের এক তারিখ অর্থাৎ ১লা জুলাই থেকে সরকারি কর্মচারীদের এই বর্ধিত মহার্ঘ ভাতা কিংবা বর্ধিত ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই বর্ধিত ডিএ সবাই পাবেন না। সরকারি কর্মচারীদের একশ্রেণীর জন্যই বরাদ্দ হয়েছে এই বর্ধিত মহার্ঘ ভাতা। জানা যাচ্ছে, যারা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অর্থাৎ CPSE-তে বোর্ড স্তরে কিংবা সুপারভাইজার স্তরে রয়েছেন তারাই পাবেন এই বর্ধিত মহার্ঘ ভাতা।

Advertisement

সম্প্রতি পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে সাফ জানানো রয়েছে নতুন বর্ধিত ডিএ শুধুমাত্র সিপিএসই-এর অফিসারদের জন্যই বরাদ্দ করা হয়েছে। এই নতুন মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকরী হবে সবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, অর্জিত মহার্ঘ ভাতার পরিমাণ কত? বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩,৫০০ টাকার বেসিক স্যালারিতে ডিএ হার ৭০১.৯ শতাংশে বাড়ানো হয়েছে, যা সর্বনিম্ন ১৫,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

এছাড়াও জানা যাচ্ছে যারা ৩,৫০০ টাকা থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত বেসিক পে-এর আওতায় পড়েন তাদের ডিএ হার নির্ধারণ করা হয়েছে ৫২৬ শতাংশ। এই হিসেব মতো সর্বনিম্ন ডিএ ২৪,৫৬৭ টাকা হবে। এরপর যাদের বেসিক পে ৬,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা পর্যন্ত, তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে ৪২১ শতাংশ ডিএ হার। ফলস্বরূপ সেই সকল কর্মচারীদের কমপক্ষে ৩৪,২১৬ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:- নতুন শিক্ষানীতি নিয়ে দেখা গেল জটিলতা। শিক্ষার্থীরা চার বছরের তুলনায় তিন বছরের গ্র্যাজুয়েশনেই বেশি আগ্রহী।

যাদের বেসিক পে ৯,৫০০ টাকার বেশি তাদের ক্ষেত্রে ৩৫১.০ শতাংশ মহার্ঘ ভাতা আরোপ করা হবে। সেই সকল কর্মচারীর ন্যূনতম ডিএ হয়ে দাঁড়াবে ৪০,০০৫ টাকা পর্যন্ত। সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই সব প্রশাসনিক বিভাগ এবং মন্ত্রকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই হারে মহার্ঘ ভাতা চালু করার জন্য। সব মন্ত্রকের সমস্ত CPSE-র আধিকারিকই যেন এই হারে মহার্ঘ ভাতা পান তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র।