salary-of-government-employees-is-going-to-increase-by-7000
Advertisement

কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহার্ঘ ভাতা কিংবা ডিএ বৃদ্ধি পাওয়ার জন্য। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ করা হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই নিয়ে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নভেম্বর মাসে ঘোষণা করলেও সরকারি কর্মচারীরা নিশ্চিন্ত থাকতে পারেন, কেননা সেই বর্ধিত সেই মহার্ঘ ভাতা প্রযোজ্য হবে এবছর ১ জুলাই থেকে।

Advertisement

এআইসিপিআই ইনডেক্সে এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়তে পারে। এবছর জানুয়ারিতে যখন প্রকাশিত হয় তখন ইনডেক্স ছিল ১৩২.৮ পয়েন্টে। ফেব্রুয়ারিতে সামান্য কমলেও মার্চ মাসে এই ইনডেক্স বেড়ে হয় ১৩৩.৩ পয়েন্টে। পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল মাসেও ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় এই ইনডেক্স। এপ্রিলে ০.৯ শতাংশ বেড়ে ১৩৪.২ পয়েন্ট হয়। মে মাসে সূচক দাঁড়ায় ১৩৪.৭ পয়েন্টে। অবশ্য জুন মাসের ইনডেক্স সম্বন্ধিত তথ্য এখনো সামনে আসেনি।

Advertisement

এহেন পরিস্থিতি বিবেচনা করে অর্থনীতির কারবারিদের মতে খুব শীঘ্রই চার শতাংশ দিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। তবে বেতন কতটা বৃদ্ধি পাবে সেই সম্বন্ধে জানা যাবে সরকারি ঘোষণা হওয়ার পরেই। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব পর্যায়ে ৫৬,৯০০ টাকা। ৪৬ শতাংশ হারে ১৮,০০০ টাকার মূল বেতনের উপর বার্ষিক ডিএ-র মোট বৃদ্ধি হবে ৮,৬৪০ টাকা। জানা যাচ্ছে, সর্বাধিক মূল বেতন হতে পারে ৫৬৯০০ টাকা এবং তার ওপরে মহার্ঘ ভাতা সর্বোচ্চ চাপতে পারে প্রায় ২৭ হাজার টাকা।

আরও পড়ুন:- এই স্কলারশিপে আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজার টাকা। আজই আবেদন করুন।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী, প্রতি ৬ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে পর্যালোচনা করে দেখা হয়। সম্বলিত তথ্যের ভিত্তিতে প্রত্যেক বছর দু’বার বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা। প্রথম বৃদ্ধিটি হয় জানুয়ারি মাসে এবং দ্বিতীয় বৃদ্ধিটি হয় জুলাই মাসে। জানুয়ারি মাসে মহার্ঘভাতা বৃদ্ধি পেলেও জুলাই মাসে বৃদ্ধি নিয়ে এখনো সরকারের তরফে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন মহল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই দফায় চার শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা।