ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে দেশের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের পাকা শৌচালয় তৈরি করার জন্য প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার (Sauchalay Yojana Apply) অধীনে অনুদান দেওয়া হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিভাবে এই যোজনার অধীনে আবেদন জানাতে হবে তা না জানার কারণে নাগরিকরা শৌচালয় যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে নানাভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর তাই আজকের এই পোস্টে আমরা কিভাবে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে আপনারা পাকা শৌচালার তৈরি করার জন্য আবেদন জানাতে পারবেন তা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
চলুন তবে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
কেন্দ্রীয় সরকারের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যেসমস্ত দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারগুলিতে এখনও পর্যন্ত পাকা শৌচালয় হয়নি এই যোজনার অধীনে তাদের শৌচালয় গঠনের জন্য ১২০০০ টাকার অনুদান প্রদান করা হবে। আর এখন আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই যোজনার অধীনে অনুদানের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
১. বাড়িতে বসেই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার (Sauchalay Yojana Apply) অধীনে আবেদনের জন্য প্রথমেই আপনাকে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://sbm.gov.in/SBM_DBT/Secure/DBT/DBT_Registration.aspx -এ যেতে হবে।
২. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর, নাম, লিঙ্গ, রাজ্য সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে submit অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
ফেব্রুয়ারী মাসে কোন রেশন কার্ডে কতো পরিমাণ ফ্রী রেশন পাবেন। একনজরে দেখে নিন লিস্ট
৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে লগইন আইডি এবং মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে লগইনের প্রক্রিয়াটিও সম্পন্ন করতে হবে।
৪. পরবর্তীতে New Application অপশনে ক্লিক করে আপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, গ্রাম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। এরপর আপনার পিতা অথবা স্বামীর নাম এবং আধার কার্ডের সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে। পরবর্তী ধাপে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে সাবমিট করা হলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার (Sauchalay Yojana Apply) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে নাগরিকদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস প্রয়োজন হবে।