বাকি সব তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
রেলের বিপুল শূন্য পদের তালিকা ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেলওয়ে। প্রায় ৭০০ এর ওপর শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে। কেন্দ্রের চাকরি অধিকাংশ যুবকের কাছেই স্বপ্ন। কিন্তু করোনার পর থেকে দেখা যাচ্ছে অধিকাংশ সরকারি চাকরিতে কনট্রাক্টচুয়াল চাকরির নেওয়ার প্রবণতা আছে।
একাধিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে একটা গোটা জেনারেশন।রাজ্য সরকারের চাকরিতেও একই ধরনের সমস্যার মধ্যে সকলে। একাধিক পদ শূন্য থেকে যাচ্ছে কিন্তু কোনো নোটিশ বের করছেনা নিয়োগ করার। এই রেলের চাকরির নিয়োগ কিছুটা স্বপ্ন পূরণ হওয়া।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। রেলের যেসকল শূন্যপদের তালিকা ঘোষণা হয়েছে দেখে নেওয়া যাক- ৯১ টি কার্পেন্টার, ৪০ টি ফিটার, ওয়েল্ডার ২২ টি, সিওপিএ ১১৭ টি, ইলেকট্রিশিয়ান ২০৬ টি, স্টেনোগ্রাফার ইংরাজী ২০ টি, স্টেনোগ্রাফার হিন্দী ১০ টি, প্লাম্বার ২২ টি, পেন্টার ৪২ টি, ওয়্যার ম্যান ৪০ টি।
ইলেকট্রনিক মেকানিক ১২ টি, ডিজেল মেকানিক ৭৫ টি, মেকানিস্ট ৩৪ টি, টার্নার ৯ টি, ডেন্টাল ল্যাবরটরি টেকনিশিয়ান ১টি, হসপিটার ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান ১টি, হেল্থ স্যানিটারি ইন্সপেক্টর ১টি, গ্যাস কাটার ৪টি, কেবল জায়ান্টর ২০টি, সেক্রেটারিয়াল প্যাকটিস ৩টি।
প্রতিটি আলাদা পদের যোগ্যতা তালিকা এখনো বের করেনি। জুলাই এর মধ্যেই ফর্ম ফিল আপের কাজ শেষ হবে।