sbi-hdfc-icici-customer-good-news-from-nirmala-sitaramana
Advertisement

কি জানালেন অর্থমন্ত্রী জানতে হলে পড়ুন বিস্তারিত।

অনেক মানুষই বিভিন্ন কারণে ব্যাংক থেকে লোন নেন। কেউ ব্যবসার জন্য লোন নেন তো কেউ আবার বাড়ি বানানো কিংবা ফ্ল্যাট কেনার জন্য লোন নেন। কেউ গাড়ির জন্য লোন নেন তো কেউ শিক্ষা বা এডুকেশন লোন নেন। তবে আমরা একটা ব্যাপারে সকলেই অবগত যে ব্যাংক থেকে লোন নেওয়া বড় ঝক্কির ব্যাপার। বারবার ব্যাংকে দৌড়ঝাঁপ করা, হাজার একটা কাগজ দেওয়া, সঙ্গে হাজার একটা শর্ত- সব মিলিয়ে বেশ খটমট ব্যাপার। তবে এবার এই বিষয়টিকে সহজ সরল করতে বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

কেন্দ্রীয় সরকারের নির্দেশের ফলে আপনাকে আর ঘুরে ঘুরে হন্যে হতে হবে না লোনের জন্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক কী নির্দেশ দিয়েছেন ব্যাংকগুলিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছুদিন আগে একটি বৈঠকে বলেছিলেন যে প্রত্যেকটি ব্যাংকের কর্তব্য গ্রাহকের সুবিধা দেখা। কোন মানুষ যদি ব্যাংকের লোন নিতে আসেন তাহলে তাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ রাখতে হবে। একইসঙ্গে যাকে তাকে ঋণ দিলেও চলবে না। এতে দেশের অনাদায়ী ঋণ কিংবা এনপিএ-র বোঝা বাড়তে পারে। কিছু নির্দিষ্ট প্যারামিটারের উপর ভিত্তি করে লোন অ্যাপ্রুভ করতে হবে ব্যাংকগুলিকে।

Advertisement

এবার বিবাহিতদের জন্য পেনশন চালু করল সরকার, আবেদন করলেই পাবেন প্রতিমাসে নগদ ১০০০ টাকা।

বৈঠকে নির্মলা সীতারামন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছেন আরো বেশি কাস্টমার ফ্রেন্ডলি হতে। ব্যাংকে এসে কোন মানুষকে যেন হয়রান না হতে হয় তা দেখার দায়িত্ব ব্যাংকের। লোনের ব্যাপারটিও অপেক্ষাকৃত সহজ-সরল এবং জেনুইন করতে হবে, এমনটাই নির্দেশ অর্থমন্ত্রীর।

এর মধ্যেই জানা যাচ্ছে অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রকের নির্দেশ মতো গ্রাহকদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক। আশা করাই যায়, শীঘ্রই অন্যান্য ব্যাংকগুলোও এই ব্যাংকগুলির মতোই গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নেবে।