পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রকল্প কার্যকর করে এবং প্রত্যেক মাসে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের (Scheme Update) আন্ডারে টাকা পেয়ে থাকেন। আজ আমরা আলোচনা করবো মার্চ মাসে হোলি উপলক্ষ্যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন।
(ক) বাংলার শষ্য বীমা:- দুর্যোগের কারনে ফসল নষ্ট হলে, রাজ্য সরকার সেই নষ্ট হওয়া ফসলের ওপর ভিত্তি করে কৃষকদের ভর্তুকি দিয়ে থাকেন। যা পরবর্তীতে কৃষকদের সাহায্য করে। এই প্রকল্পের টাকা দেওয়া হবে এই মাসে (Scheme Update)।
(খ) কৃষি যন্ত্রায়ন:- কৃষি যন্ত্রায়ন প্রকল্পের আওতায় কৃষকদের তাদের যন্ত্রপাতি কেনার অর্ধেক টাকা সরকারের তরফে ভর্তুকি হিসেবে দেওয়া হয়ে থাকে। যাতে কৃষকরা নতুন যন্ত্রপাতি কিনে কাজে লাগাতে পারে। এই প্রকল্পের টাকা হোলি উপলক্ষ্যে দেওয়া হবে এই মাসে।
বাতিল হয়ে গেল সমস্ত ছুটি। উচ্চমাধ্যমিক শেষের আগে আর কোনো ছুটি নয়। কড়া বার্তা সরকারের
(গ) কৃষক মানধন যোজনা:- এই প্রকল্পের আওতায় কৃষকের ৬০ বছর হয়ে গেলে তারা প্রত্যেক মাসে ৩ হাজার টাকা করে পেয়ে যান। এই প্রকল্পের আওতাতেও এবার টাকা দেওয়া হবে। এই প্রকল্পে মূলত ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে হয়।
(ঘ) বাংলা কৃষিসেচ যোজনা:- এই প্রকল্পের আন্ডারে বাংলার কৃষকদের সেচ কাজের যন্ত্রাংশ কেনার জন্য ১৫১৯০ টাকা থেকে শুরু করে ৬৫৮২৭ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। যার টাকা এই মাসে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে।
(ঙ) কৃষক বন্ধু প্রকল্প:- বাংলার গুরুত্বপূর্ণ প্রকল্পের লিস্টে এই প্রকল্পের নাম রয়েছে। এই প্রকল্পের শেষ কিস্তির টাকা গত ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে, কিন্তু যেসমস্ত কৃষক এখনও পর্যন্ত টাকা পাননি তারা এমাসের মধ্যে এই প্রকল্পের টাকা পেতে চলেছেন।
বিনামূল্যে রেশন পান? ভুলেও করবেন না এই ভুলগুলি, গুনতে হবে মাশুল।
(চ) কৃষক বার্ধক্য ভাতা:- কৃষকদের ৬০ বছর পার হয়ে গেলে তারা রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পের আন্ডারে প্রত্যেক কৃষককে মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হয়ে থাকে যেটি টাকা এই মাসে পেতে চলেছেন খুব তাড়াতাড়ি।
(ছ) কৃষক ক্রেডিট কার্ড:- এই প্রকল্পের আওতায় কৃষকরা ৩ লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। যদিও এই টাকা পাওয়া নির্ভর করে একজন কৃষকের জমির পরিমান ও আরো বিভিন্ন জিনিসের ওপর। এই প্রকল্পের টাকা হোলি উপলক্ষ্যে দেওয়া হবে।
(জ) কৃষক আত্মা প্রকল্প:- ভালো মানের বীজ, সার ও আধৃনিক যন্ত্রপাতি কেনার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মিলিত একটি প্রকল্প কৃষক আত্মা প্রকল্প। যেটিতে মূলত কৃষকেরা ৫০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। এই প্রকল্পের টাকা এই মাসে পেতে চলেছেন।