school-colleges-students-and-government-employees-are-going-to-get-13-days-holiday-in-this-summer

সদ্য বাংলা নববর্ষ শুরু হয়েছে। আর বাঙালির নতুন বছরের শুরুতেই সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মী সকলের জন্যই রয়েছে এক লম্বা ছুটির তালিকা। আজ্ঞে হ্যাঁ, অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত ছুটির তালিকা অনুসারে আগামী দিনে রাজ্যের সরকারি ক্ষেত্রে কর্মরত কর্মচারী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীরা ১৩ দিনের ছুটি (Holiday) পেতে চলেছেন। আর ইতিমধ্যেই এই ছুটির বিষয়টি প্রকাশ্যে আসায় আগামী দিনে কবে থেকে ছুটি শুরু হতে চলেছে, কোন কোন দিন ছুটি (Holiday) থাকতে চলেছে তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে নানাধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, ১৪ই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে, ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে ছুটি পেয়েছেন পরপর ২ দিন ছুটি পেয়েছেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী সহ রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা। অন্যদিকে, ১৬ই এপ্রিল রবিবার হওয়ার কারণে ২ দিন নয় টানা ৩ দিন ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মী এবং ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, ইদ-উল-ফিতর উপলক্ষ্যে ২১শে এপ্রিল এবং ২২শে এপ্রিল এই ২ দিন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। আবার ২৩শে এপ্রিল রবিবার হওয়ার কারণে ঈদের ছুটির সাথে আরও একদিন অতিরিক্ত ছুটি পাবেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী এবং সরকারি কর্মীরা। সুতরাং, এক্ষেত্রেও ২১শে এপ্রিল, ২২শে এপ্রিল এবং ২৩শে এপ্রিল ৩ দিন টানা ছুটি থাকতে চলেছে।

আরও পড়ুনঃ- এই প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে ৫ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন।

মে মাসের শুরুতেই ১লা মে, মে দিবসের কারণে ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা। ক্যালেন্ডার অনুসারে এপ্রিলের শেষ সপ্তাহের ২৯ তারিখ এবং ৩০ তারিখ শনিবার এবং রবিবার পড়েছে। সুতরাং, এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতেই একেবারে ৩ দিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মী এবং ছাত্র-ছাত্রীরা। আবার মে মাসের ৫ তারিখ, শুক্রবার বুদ্ধ পূর্ণিমার কারণে সমগ্র রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটির কারণে স্বভাবতই বন্ধ থাকতে চলেছে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি। সুতরাং, ৫ই এপ্রিল, ৬ই এপ্রিল এবং ৭ই এপ্রিল তারিখ মিলিয়ে মোট ৩ দিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মী এবংঔ ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুনঃ- এই পদ্ধতিতে বিদ্যুতের বিল জমা করলেই মিলবে ২০% ছাড়। বিস্তারিত জেনে নিন।

আবার মঙ্গলবার ৯ই মে, ২৫শে বৈশাখ বা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ছুটি পাবেন সমগ্র রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্র-ছাত্রী এবং রাজ্য সরকারি কর্মীরা। মাঝে শুরু সোমবারের দিনটা। অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারলে মে মাসের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা। একদিকে গরমের তীব্র দাবদাহ, অন্যদিকে নববর্ষের আমেজ। এমতাবস্থায় পরপর টানা ছুটির খবরে রীতিমতো খুশি/ হয়েছেন সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী এবং বিভিন্নক্ষেত্রে কর্মরত কর্মীরা।