secret-lottery-tips-bangla-to-win-prize
Advertisement

অধিকাংশ ক্ষেত্রে ভারতের সাধারণ মানুষ তাদের ভাগ্য ফেরানোর খাতিরে লটারি টিকিট কেটে থাকেন। তবে ভাগ্য ফেরা তো দুরস্ত, অধিকাংশ ক্ষেত্রেই লটারিতে কোনোরকম প্রাইজ পাওয়া যায় না। আর তাতেই সাধারণ মানুষের মধ্যে কিভাবে লটারিতে প্রাইজ পাওয়া সম্ভব তা নিয়ে বারংবার প্রশ্ন ওঠে (Lottery Tips Bangla)। আর এই প্রশ্নের উত্তরে অধিকাংশ বিশেষজ্ঞ ব্যক্তিরা জানিয়েছেন যে, লটারি কাটার ক্ষেত্রে এমন কিছু ট্রিকস রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই যেকোনো ব্যক্তি লটারিতে প্রাইজ দিতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ট্রিকসগুলি না জানার কারণে সাধারণ নাগরিকরা কোনোভাবেই লটারিতে প্রাইজ জিততে পারেন না। আর তাই আজ আমরা লটারির এমন কিছু বিশেষ ট্রিকস নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা অত্যন্ত সহজেই পুরস্কার জিতে নিতে পারবেন।

Advertisement

চলুন তবে লটারির এই সমস্ত বিশেষ টিকসগুলি (Lottery Tips Bangla) সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
লটারি টিকিট কাটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো শেষের পাঁচটি সংখ্যা। আর এই শেষের পাঁচটি সংখ্যাকে ব্যাক নম্বর, মিডল নম্বর এবং লাস্ট নম্বর এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো লটারি শেষ পাঁচটি সংখ্যা 34766 হলে 3 ব্যাক নম্বর, 47 মিডল নম্বর এবং 66 লাস্ট নম্বর। তবে লটারির টিকিট কাটার ক্ষেত্রে লাস্ট নম্বর এবং মিডল নম্বর নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রথমেই আপনাকে বিগত দিনের বা সপ্তাহের লটারির রেজাল্ট দেখে মিডল নম্বরটি নির্বাচন করে নিতে হবে।

Advertisement

আর আপনার নির্বাচিত মিডল নম্বরের ভিত্তিতে লটারির লাস্ট নম্বরটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে লাস্ট নম্বর নির্বাচনের সব থেকে সহজ উপায়টি হলো মিডিল নম্বরে যে সংখ্যা দুটি রয়েছে লাস্ট নম্বরের প্রথম ডিজিট -এর ক্ষেত্রে সেই সংখ্যা দুটির মধ্যে যেকোনো একটি থাকবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে লটারির মিডল নম্বর যদি 76 হয় তবে লাস্ট নম্বরের প্রথম ডিজিটে 7 অথবা 6 যেকোনো একটি সংখ্যা থাকবে। এবার আসা যাক লটারির লাস্ট নম্বরের দ্বিতীয় ডিজিটের কথায়।

রেশন তোলার নিয়মে আনা হলো বড়ো পরিবর্তন। এখনই জেনে নিন।

যেকোনো লটারি লাস্ট নম্বরের দ্বিতীয় ডিজিট নির্বাচনের ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে তা হলো, মিডল নম্বরের যে দ্বিতীয় সংখ্যাটি থাকবে তার সাথে ৩ যোগ বা বিয়োগ করলেই আপনি লাস্ট নম্বরের দ্বিতীয় ডিজিট পেয়ে যাবেন। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি একটি লটারি নম্বর 04 হয় তবে লাস্ট নম্বরের দ্বিতীয় ডিজিটটি হবে 7 (4+3) অথবা 1 (4-3)। তবে আপনি লটারিতে টিকিট পাবেন কিনা তা নির্ভর করছে আপনার পর্যবেক্ষণ ক্ষমতার উপরে। কারণ উপরোক্ত দুটি নিয়মই সম্পূর্ণভাবে মিডল নম্বরের নির্ভরশীল।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

সকল গ্রাহকদের উদ্দেশ্য আরো জানিয়ে রাখি যে, লটারিতে আপনি পুরস্কার পাবেন কিনা তা অনেকাংশে নির্ভর করে আপনার পর্যবেক্ষণ দক্ষতা এবং ভাগ্যের উপরে। সুতরাং, উপরোক্ত নিয়মগুলি মেনে টিকিট কাটলেই আপনি পুরস্কার পাবেন এ ধারণা সম্পূর্ণরূপে ভুল। আমরা শুধুমাত্র বিশেষজ্ঞদের দীর্ঘদিন পর্যবেক্ষণের ফলে যেসমস্ত নিয়মগুলি পাওয়া গেছে তা তুলে ধরার চেষ্টা করেছি।