secret-lottery-tips-for-winning-lottery-guaranteed
Advertisement

রাতারাতি কোটিপতি হয়ে ওঠার একমাত্র মাধ্যম হলো লটারি। আর অধিকাংশ মানুষই কোটিপতি হওয়ার আশায় প্রতিদিন লটারি কেটে থাকেন। যদিও বেশিরভাগ মানুষই ভাগ্যের উপর ভরসা করে যেকোনো একটি নম্বর বেছে নিয়ে লটারি কাটেন। তবে বিশেষজ্ঞদের মতে এমন বেশ কিছু নিয়ম রয়েছে যেসমস্ত নিয়মগুলি মেনে লটারি টিকিটের নম্বর নির্বাচন করতে পারলে এবং সেই অনুসারে (Lottery Tips) লটারির কাটতে পারলে আপনি অবশ্যই পুরস্কার জিততে পারবেন। আর আজ আমরা সাধারণ মানুষের সুবিধার্থে লটারির টিকিট কাটার এরকম কতোগুলো গোপন ট্রিকস নিয়ে হাজির হয়েছি।

Advertisement

চলুন তবে প্রথমেই লটারির টিকিট কাটার এই সমস্ত গোপন ট্রিকসগুলি (Lottery Tips) সম্পর্কে জেনে নেওয়া যাক:-
লটারি টিকিট কাটার ক্ষেত্রে টিকিটের একেবারে শেষের পাঁচটি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পাঁচটি নম্বর বাছাই করার ক্ষেত্রেই আপনাকে এই নিয়মগুলি সাহায্য করবে। লটারি টিকিটের এই পাঁচটি নম্বরের প্রথম নম্বরটিকে বলা হয় ব্যাক নম্বর, মাঝের দুটি নম্বরকে বলা হয় মিডল নম্বর এবং শেষের দুটি নম্বরকে বলা হয়ে থাকে লাস্ট নম্বর।

Advertisement

লটারির টিকিট কাটার সব থেকে সহজ নিয়মটি হলো মিডল নম্বরে যে দুটি সংখ্যা থাকবে এবং লাস্ট নম্বরে যে দুটি সংখ্যা থাকবে তাদের বিয়োগফল যেনো সবসময় সমান হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো লটারির টিকিটের শেষের পাঁচটি নম্বর ৭৫১৬২ হলে, মিডল নম্বর দুটি অর্থাৎ ৫ ও ১ এর বিয়োগফল (৫-১) = ৪ এবং লাস্ট নম্বর দুটি অর্থাৎ ৬ ও ২ এর বিয়গফল (৬-২) = ৪ সবসময় সমান হবে। অর্থাৎ টিকিট কাটার সময় আপনাকে হিসেব করে দেখে নিতে হবে মিডল নম্বরে থাকা সংখ্যা দুটির এবং লাস্ট নম্বরে থাকা সংখ্যা দুটির বিয়োগফল সবসময় সমান হচ্ছে কিনা। লটারির টিকিট কাটার এই নিয়মটি Equal Rule বা ইক্যুয়াল নিয়ম নামেই বিশেষ পরিচিত। লটারির টিকিট নির্বাচনের সময় এই নিয়মটি মেনে দেখতে পারেন আপনার ভাগ্যে পুরস্কার রয়েছে কিনা।

নতুন পদ্ধতিতে আবেদন করুন কৃষক বন্ধু প্রকল্পে। রইলো বিস্তারিত।

তবে লটারিতে পুরস্কার জিতবেন কিনা তা অনেকাংশেই নির্ভর করে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং নিয়ম অনুসারে লটারির টিকিট কাটার সক্ষমতার উপর। তবে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, লটারিতে আপনি আগামী দিনে পুরস্কার পাবেন কিনা তা অনেকাংশই আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। তাই এই নিয়ম মেনে টিকিট কাটলেই আপনি লটারিতে পুরস্কার জিতবেন এ ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত। বিশেষজ্ঞদের দীর্ঘদিন পর্যবেক্ষণের ফলে যেসমস্ত নিয়মগুলি পাওয়া গিয়েছে আমরা সেগুলি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।