UIDAI -এর তরফে সাধারণ জনগণের সুবিধার জন্য বারংবার বিভিন্ন ধরনের নতুন নিয়ম কার্যকর করা হয়ে থাকে। তবে এবারে এই নতুন বছরের একেবারে শুরুতেই UIDAI -এর তরফে এমন এক নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আপনাকে আধার সংক্রান্ত যেকোনো কাজের জন্য কোনো আধার সেবা কেন্দ্র কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইন দিতে হবে না। এবার থেকে আপনার বাড়িতেই আপনি আধার সংক্রান্ত যেকোনো কাজের ক্যাম্প (Aadhaar camp) করে নিতে পারবেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, অনেক ক্ষেত্রেই সাধারণ জনগণকে বাড়ি থেকে বহু দূরের আধার সেবা কেন্দ্র কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আধার সংশোধন, ফিঙ্গার প্রিন্ট আপডেট সহ আধার সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে হয়। তাতে বারংবার সাধারণ মানুষকে নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকী অনেকক্ষেত্রে যাতায়াতের সমস্যার জন্য অনেকেই এই সমস্ত কাজগুলি করতে চান না। সাধারণ মানুষের এই সমস্ত সমস্যাগুলি মাথায় রেখে UIDAI -এর তরফে এক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবে আধার সেবা কেন্দ্রের ক্যাম্প (Aadhaar camp)।
তবে অন্যান্য বিষয়গুলির মতোই নিজের বাড়িতে আধার ক্যাম্প করার ক্ষেত্রে বেশ কতোগুলি শর্ত মেনে আবেদন করতে হবে সাধারণ জনগণকে। আবেদন জানানোর জন্য প্রথমেই আপনাকে পৌঁছে যেতে হবে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ। এরপর হোম পেজের নিচের দিকে থাকা Get Aadhaar অপশনের আওতায় থাকা Book an Appointment অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার এলাকার নিকটবর্তী একটি আধার সেবা কেন্দ্র বেছে নিয়ে Proceed to book appointment অপশনে ক্লিক করতে হবে।
জিও তার সকল গ্রাহককে দিচ্ছে ২৩ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট সহ ফ্রী কলিং।
পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার নিচের দিকে থাকা Aadhaar Special Services-Camp অপশনটিতে ক্লিক করতে হবে এবং এই অপশনের আওতায় থাকা Enter Area Pin Code -এর অধীনে আপনার এলাকার পিন কোডটি সঠিকভাবে লিখতে হবে। এরপর Check Availability অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার এলাকায় এই পরিষেবাটি উপলব্ধ রয়েছে কিনা। এক্ষেত্রে পরিষেবাটি উপলব্ধ না থাকলে Aadhaar Special Services is not available in this Area of pin লেখা একটি মেসেজ আসবে। অন্যদিকে, আপনার এলাকায় উক্ত পরিষেবাটি উপলব্ধ থাকলে Services Available For Entered Pincode দেখাবে।
পরবর্তীতে নীচে থাকা Aadhaar Camp অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নম্বর সহ ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Generate OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে সেটিকে সঠিকভাবে লিখে Verify OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে সবার প্রথমে থাকা Camp Request Raised by অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশন আসবে, এক্ষেত্রে কোন ধরনের প্রতিষ্ঠানে ক্যাম্পটি করতে চাইছেন তার ওপর নির্ভর করে আপনাকে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে।
পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস স্কিমে বিনিয়োগ করুন। মাত্র ৫ বছরে হবে টাকা ডবল
আপনি যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অধীনে ক্যাম্প করার অনুরোধ জানিয়ে থাকেন, তবে Educational institutions অপশনে ক্লিক করবেন, অন্যদিকে আপনি যদি কোনো প্রাইভেট সংস্থার অধীনে ক্যাম্প করার অনুরোধ জানিয়ে থাকেন তবে Private Entity অপশনে ক্লিক করবেন। আবার কোনো পাবলিক প্লেসে ক্যাম্প করতে চাইলে Public Entity অপশনে ক্লিক করবেন, আর এগুলির মধ্যে কোনোটাই না হলে Others অপশনে ক্লিক করবেন। আপনাকে আপনার শহর বা গ্রামের নাম, পিন কোড, বিল্ডিং -এর নাম, বিল্ডিং -এর নম্বর, জেলা, পোস্ট অফিস, রাজ্য, এরিয়া, ল্যান্ডমার্ক অপশনগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
তারপর আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে কতোজন ব্যক্তি আধার সংক্রান্ত কোন কোন কাজ করতে ইচ্ছুক তা সম্পর্কে সঠিকভাবে লিখতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, নূন্যতম ২০ জন ব্যক্তি আধার কার্ড সংক্রান্ত যেকোনো ধরনের কাজ করতে চাইলে তবেই এই ক্যাম্প করা সম্ভব। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে ক্যাম্পে কোন ব্যক্তি কোন ধরনের কাজ করতে চাইছেন তার ওপর নির্ভর করে একটি টাকার অঙ্ক দেখানো হবে। এরপর Next অপশনে ক্লিক করে পরবর্তী পেজে আপনি কবে এই ক্যাম্পে করতে চাইছেন তা নির্বাচন করে নিয়ে পুনরায় Next অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি ইতিপূর্বে যেসমস্ত তথ্যগুলি পূরণ করেছেন তা সমস্ত দেখে নিতে পারবেন। সমস্ত তথ্য সঠিক থাকলে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার আবেদনটি জমা করতে হবে। আপনার সামনে ফর্মটি এডিট করার জন্য Edit অপশন আসবে, আপনি এডিট করতে চাইলে Edit অপশনে ক্লিক করবেন এবং আপনি যদি না করতে চান তবে OK অপশনে ক্লিক করবেন। সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এরপর আপনাকে যে মূল্যটি দেখানো হয়েছিল তা পেমেন্ট করতে হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে ক্যাম্পটির আয়োজন করা হবে।