some-important-questions-and-answers-about-swami-vivekananda-scholarship
Advertisement

কিছুদিন যাবৎ আবারও নতুন করে শুরু হয়েছে পশ্চিমঙ্গের বিখ্যাত স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) টাকা দেওয়ার প্রক্রিয়া। টাকা দেওয়া শুরু হতেই বিশেষ কিছু ছাত্র-ছাত্রীর মধ্যে কিছু প্রশ্ন দানা বেঁধেছে যেগুলো নিয়েই আজকের পোস্টে আলোচনা করবো।

Advertisement

(ক) আপনি কবে টাকা পাবেন?
গত দুদিন ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছু ছাত্র-ছাত্রী টাকা পেয়েছে বেশ কিছু ছাত্র-ছাত্রী টাকা পায়নি। আপনি যদি টাকা না পেয়ে থাকেন তবে আপনার স্কলারশিপের স্ট্যাটাস চেক করুন। যদি আপনার স্কলারশিপের স্ট্যাটাসে Application Approved (Scholarship Amount Disbursed) লেখা থাকে তবে আপনি এর মধ্যেই টাকা পাবেন। অবশ্য কবে টাকা পাবেন তা নির্দিষ্ট করে না বলা গেলেও দু-চারদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে।

Advertisement

(খ) টাকা আসার মেসেজ এসেছে কিন্তু টাকা ব্যাংকে ক্রেডিট হয়নি
টাকা আসার মেসেজ পেয়েছেন মানে আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তার কারন কোনো কারনবসত আপনার ব্যাঙ্কের কাজ ধীর গতিতে চলছে বা ব্যাংকে ছুটি রয়েছে। টাকা আপনার ব্যাংকের উদ্দেশ্যে পাঠানো পর সেটা ব্যাংক থেকে অ্যাপ্রুভ করে এবং তার পরেই সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ব্যংক খোলার অপেক্ষা করুন।

বন্ধ হয়ে গেল এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ। এখন মোবাইল অ্যাকটিভ রাখতে করতে হবে ১৫৫

(গ) পেমেন্ট ফেইলের মেসেজ এসেছে।
পেমেন্ট ফেইলের মেসেজ তখনই আসে যখন আপনার অ্যাকাউন্টে কোনোরকমের সমস্যা থাকে। অনেক সময় দেখা যায়, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ অবস্থায় পরে রয়েছে অথবা মাইনর অ্যাকাউন্ট হয়ে রয়েছে কিংবা অ্যাকাউন্টে লিমিট লাগানো রয়েছে। এরকম কোনো সমস্যা হলেই পেমেন্ট ফেলের মেসেজ আসে। এক্ষেত্রে আপনাকে সবার প্রথমে ব্যাংকে গিয়ে জানতে হবে আপনার অ্যাকাউন্টটি কি অবস্থায় রয়েছে। এবং যে সমস্যা রয়েছে সেটিকে সমাধান করে স্কলারশিপের ইমেলে মেইল করতে হবে। এবং কিছুদিনের মধ্যেই তারা আবার আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দেবে।

(ঘ) এখনো মেসেজ আসেনি।
এখনো মেসেজ আসেনি অর্থাৎ আপনার টাকা এখনো পাঠানো হয়নি। এক্ষেত্রে বলা যায়, এই স্কলারশিপে কিছুদিন পর পর ফান্ড আসে এবং সেই ফান্ডের ওপর ভিত্তি করে কিছু ছেলে-মেয়েকে সিলেক্ট করা হয়ে থাকে। আপনি অপেক্ষা করুন এবং নিজের স্ট্যাটাস চেক করতে থাকুন। যখনই আপনার স্ট্যাটাসে Application Approved (Scholarship Amount Disbursed) লেখা আসবে তখনই জানবেন আপনি খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন।

(ঙ) আমি কিছুদিন হলো অ্যাপ্লাই করেছি আমরা কবে টাকা পাবো?
আপনি এইমাসে বা গত মাসে আবেদন করে থাকলে অপেক্ষা করুন এবং আপনার স্ট্যাটাস চেক করতে থাকুন। যারা শেষের দিকে আবেদন করে তারা দু-এক মাসের মধ্যে টাকা পেয়ে যায়। তাই অপেক্ষা করুন।

আশাকরি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আরো কোনো প্রশ্ন থাকলে নীচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে পাশে থাকা Link অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান – Link