some-important-services-of-pan-card-have-been-closed
Advertisement

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর শেষ তারিখ ছিল ৩০ জুন। কেন্দ্রীয় সরকারের তরফে বারবার সচেতন করা হয়েছিল সাধারণ মানুষকে। ৩০ মার্চ পর্যন্ত কাজটি বিনামূল্যে হলেও, পরবর্তীতে এর ওপর ফাইন নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানানো হয়েছিল প্যান এবং আধার কার্ড লিঙ্ক করানো না হলে বাতিল করা হবে প্যান কার্ড। আজকাল ব্যাংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয় প্যান কার্ড। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো এক প্রকার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সুতরাং যাদের প্যান কার্ড বাতিল হয়েছে তারা ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়বেন বইকি।

Advertisement

এসব সমস্যা এড়ানোর জন্যই কেন্দ্রীয় সরকার বারবার সতর্ক করেছিল সাধারণ জনগণকে। কিন্তু অনেকেই সেই সতর্কবাণীতে কান দেননি। অনেকেই ভেবেছিলেন বিগত সময়ের মতো এবারও আধার-প্যান লিংক করার সময় বাড়িয়ে দেবে সরকার। কিন্তু এবার সত্যিই কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার, কোনোমতেই সেই সিদ্ধান্ত পাল্টাবে না। ফলত যারা ৩০ জুন পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্ক করান নি তাদের ইতিমধ্যেই বাতিল হয়েছে প্যান কার্ড। তারা আয়কর সম্পর্কিত কিছু পরিষেবা আর পাবেন না। কারণ, আগেই জানানো হয়েছিল, ১ জুলাই, ২০২৩ থেকে, যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাবেন না, তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন:- State Bank of India তাদের নিয়মে নিয়ে এলো বড়ো পরিবর্তন। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

শুধু ট্যাক্স কিংবা টাকা তোলা নয়, সব মিলিয়ে মোট বেশ কয়েকটি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবেন যারা এখনো প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করাননি। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি-

১. যারা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করাননি তারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছাড়া আর কিছু খুলতে পারবেন না।
২. শেয়ার মার্কেটে কোনরকম টাকা ইনভেস্ট করতে পারবেন না, ডিমাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
৩. এককালীন ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না ব্যাংক একাউন্ট থেকে।
৪. বিদেশে ভ্রমণে গেলে পঞ্চাশ হাজার টাকার বেশি টাকা বিদেশী মুদ্রায় রূপান্তরিত করতে পারবেন না।
৫. ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।
৬. এককালীন ৫০ হাজার এবং এক বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন।
৭. চেকের মাধ্যমে কাউকে ৫০০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।

এছাড়াও ড্রাফট, পে-অর্ডার, শেয়ার মার্কেটে শেয়ার কেনা, সরকারি বন্ড কিংবা ডিবেঞ্চার কেনার ক্ষেত্রেও একাধিক সমস্যায় পড়বেন আপনি। এছাড়াও জীবনবীমা করার সময় প্রিমিয়াম দিতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। আধার কার্ড এবং প্যান কার্ড পুনরায় কবে থেকে লিংক করানো হবে এখনই বলা যাচ্ছে না। সুতরাং যারা একান্তই করেননি তারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। ভাগ্য সহায় হলে হয়তো শীঘ্রই আবার শুরু হবে আধার-প্যান লিঙ্ক।