বর্তমানে অনেক মানুষই চাকরি করতে করতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন যদি অন্য কারোর চাকরি ছেড়ে নিজের একটা কিছু করা যেত। কিন্তু অনেকেই ব্যবসা করতে কিংবা রিক্স দিতে ভয় পান। সেহেতু তুলনামূলক সুরক্ষিত অপশন বেছে নেন, চাকরি করেন। কিন্তু যদি আপনিও তাদের মধ্যে হন যারা চাকরি করছেন পাশাপাশি ব্যবসা করতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আজই মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করে খুলে ফেলুন আপনার ব্যবসা। মাত্র এতোটুকু টাকা খরচ করেই প্রতি মাসে অন্তত কুড়ি হাজার টাকা করতে পারবেন আয়।
কী সেই ব্যবসা? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকালকার দিনে পানমশলার ব্যবসা অত্যন্ত লাভজনক এবং আকর্ষণীয় একটি ব্যবসা। সেই বৈদিক যুগ থেকেই ভারতের পান খাওয়ার রীতি প্রচলিত আছে। ভারতে পানের চল খুব বেশি। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের মধ্যে পান খাওয়া একটি রীতিতে পরিণত হয়েছে। সুতরাং আপনি যদি সামান্য কিছু টাকা খরচ করে একটি প্রাণের দোকান খুলতে পারেন তাহলে আপনি বহুল ভাবে লাভবিত হতে পারেন। তবে মাথায় রাখবেন শুধু পানের দোকান খুললেই হলো না, তার লোকেশন অর্থাৎ জায়গাটাও খুবই জরুরী আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণের জন্য।
আপনাকে বুঝতে হবে পান কেনার লোকের সংখ্যা বাজার কিংবা ভিড়বহুল এলাকায় বেশি। শুধুমাত্র পানের দোকানে পান রাখলেই কিন্তু ব্যবসা চলবে না। পাশাপাশি আপনাকে আরও অন্যান্য জিনিস রাখতে হবে। অর্থাৎ মূলত পানের দোকান হবে ঠিকই, কিন্তু মশলা, সুপারি, খয়ের ইত্যাদি বিক্রির অপশন আপনার হাতে থাকবে। তাতে ভ্যারাইটি বাড়বে। এছাড়াও যদি আপনি কিছু ফ্যান্সি পান বিক্রি করতে পারেন তাহলে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আপনার পানের দোকানে ভিড় পড়ে যাবে। আশা করি, সোশ্যাল মিডিয়ায় আইস পান কিংবা ফায়ার পানের ভিডিও দেখেছেন, খানিকটা সেরকম ফ্যান্সি পানের কথাই বলছি। আপনি অবশ্য আগুন কিংবা বরফের দিকে না হেঁটে ভালো মসলার ব্যবস্থা করতে পারেন।
আরও পড়ুন:- বিনামূল্যে রেশন নিয়ে রাজ্য সরকারের নয়া আপডেট। এখনই দেখে নিন।
পানের দোকান খোলার জন্য আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এমন জায়গা দেখে খুলবেন যেখানে বাইক কিংবা সাইকেলের চলাচল বেশি। বাইক কিংবা সাইকেলে যাতায়াত করা মানুষ চলতি পথে পান কিনে খেয়ে চলে যেতে পারে। এতে আপনার বিক্রি অনেক বেড়ে যাবে। কে বলতে পারে, কপাল ভালো থাকলে সোশ্যাল মিডিয়ায় হয়তো ভাইরালও হয়ে যেতে পারেন কোনো ইউনিক পানের জন্য। তাহলে আজ থেকেই লেগে পড়ুন।