রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বাঙালির এমনিই বারো মাসে তেরো পার্বণ। সেই উপলক্ষে যথাযত ছুটিও দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তবে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ছুটির তালিকায় আরও দুইদিন যোগ করা হলো। মুখ্যমন্ত্রী ২০২৩ সালের করম পূজা এবং শবে বরাত উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন। করম পূজা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে এবং শবে বরাত ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে। এই দুটি দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল এবং কলেজ বন্ধ থাকবে। শবে বরাত ছাড়াও ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিই সরকারি ছুটি রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই দুটি উৎসব পশ্চিমবঙ্গের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই উৎসবগুলি উদযাপন করার জন্য সমস্ত মানুষের কাছে শুভেচ্ছা জানিয়েছেন।করম পূজা এবং শবে বরাত উপলক্ষে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করা একটি ইতিবাচক পদক্ষেপ। এটি রাজ্যের মানুষের জন্য একটি সুযোগ হবে যাতে তারা এই উৎসবগুলি উদযাপন করতে পারেন এবং তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন।
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। এই প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে ৬৪০০ টাকা।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিল্প বান্ধব পরিবেশের জন্য পশ্চিমবঙ্গ সরকার ফের একবার স্কচ পুরস্কারে ভূষিত হয়েছে। তাঁতশিল্পকে উৎকর্ষতার আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে সরকারি তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’। এই স্কচ পুরস্কার ‘তন্তুজ’-র মুকুটে নতুন পালক। এই পুরস্কার ছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহুবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে তন্তুজ। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই হ্যান্ডলুমের জিনিসগুলি আলিপুর সংশোধনাগারের মিউজিয়ামে সবার দেখার জন্য রাখা হবে এবার থেকে।