মাধ্যমিকে ২ নাম্বার করে সবাইকে দিয়ে দেওয়া হবে ঘোষণা পর্ষদের।
আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। পর্ষদ সূত্রে হয়তো কিছুদিনের মধ্যে তারিখও ঘোষণা করে দেবে। তবে সাম্প্রতিককালে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে তরজা। গণিতের একটি প্রশ্ন নাকি ভুল এসেছিল আর তাতে সম্পূর্ণ নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ টা মার্চ পর্যন্ত মাধ্যমিক অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে। কোভিড পরবর্তী প্রথম মাধ্যমিক সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছিল রাজ্যে। তারপর সময়মতো ফল প্রকাশ করা হবে আশা থাকলেও এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে ফল প্রকাশে কিছুটা দেরি হবে।
গণিতের যে প্রশ্নটা ভুল এসেছিল সেটা হলো বৃত্ত মধ্যস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। দশম শ্রেণীর গণিতের নিয়ম অনুযায়ী তা একপ্রকার অসম্ভব। এক শিক্ষাবিদের দাবি বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এটা ঠিক নয়। তাই যারাই এই প্রশ্নটির উত্তর করে এসেছে তাদের প্রত্যেককে পুরো নাম্বার দিয়ে দেওয়া হবে। উত্তর ভুল ঠিক যাই হোক নাম্বার দিয়ে দেওয়া হবে।
চালু হল সরকারের নতুন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন নগদ 25000 টাকা।
এত বড়ো পরিবর্তন যখন একাধিক খাতায় আসবে তখন পাশের হার, স্থানাধিকারির সংখ্যাতেও পরিবর্তন আসবে। পাশের হার এতে একধাক্কায় বেড়ে যাবে অনেকটা। সুতরাং নতুন করে মার্কশিট তৈরি করতে আর একটু বেশি সময় লেগে যাবে। এমন ঘটনা প্রথমবার নয় একাধিকবার এর আগেও এমন ঘটনা ঘটেছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে।
এবছর থেকে এই রাজ্যে নতুন এডুকেশন পলিসি চালু হচ্ছে। তাতে অনেকক্ষেত্র থেকে শোনা যাচ্ছে দশম শ্রেণীর পরীক্ষা আর বাধ্যতামূলক থাকছেনা। কিন্তু এই মূহুর্তে Madhyamik পরীক্ষার্থীরা যথেষ্ট চিন্তায়! কবে তাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষার রেজাল্ট বেরোবে সেই নিয়ে, তাতে তাদের রেজাল্ট কেমন হবে! এই রেজাল্ট পরবর্তী ভবিষ্যতের রুপরেখা ঠিক করে দেয়। তাই তারা সমানভাবে উত্তেজিতও।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link