students-will-get-a-maximum-of-rs-500000-in-1-year-if-they-apply-for-sbi-asha-scholarship

ভারতে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অন্যতম অবলম্বন হল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা স্কলারশিপ। তবে বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন নামজাদা বেসরকারি প্রতিষ্ঠানের তরফে এমন কিছু স্কলারশিপ কার্যকর করা হয়ে থাকে যেগুলির মাধ্যমে দরিদ্র, অসহায় ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। আর State Bank of India -এর তরফে কার্যকরী SBI আশা কলারশিপ (SBI ASHA Scholarship) এমন একটি বেসরকারি স্কলারশিপ যার আওতায় সমগ্র দেশের বিভিন্ন আর্থিকভাবে দুর্বল কিন্তু উচ্চ মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ওজনের জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে।

ভারতের অন্যতম ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী এই স্কলারশিপটি (SBI ASHA Scholarship) সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকী এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে অনুদান, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, আবেদনের সময়সীমা সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। আর আজ আমরা ছাত্র-ছাত্রীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।

আরও পড়ুনঃ- বাড়িতে বসে ফেসবুকের মাধ্যমে কিভাবে উপার্জন করবেন, জেনে নিন।

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক SBI ASHA স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা কি কি:-
১. SBI FOUNDATION -এর তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, যেসকল ছাত্র-ছাত্রীরা বর্তমানে NIRF -এর তরফে অনুমোদিত কলেজ কিংবা ইউনিভার্সিটি, IIT, IIM (MBA/PGDM), PhD -এর আওতায় প্রথম বর্ষে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

২. কেন্দ্রীয় সরকারের তরফে স্বীকৃত কলেজ, ইউনিভার্সিটিতে স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে, IIT -এর প্রথম বর্ষে ছাত্র-ছাত্রীরাও উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেলে এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।

৩. যেকোনো স্বীকৃত IIM থেকে MBA/PGDM কোর্সের আওতায় প্রথম বর্ষে পাঠারত ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরের পরীক্ষায় নূন্যতম ৭৫ শতাংশ নম্বর পেলে তবেই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।

৪. যেসকল ছাত্র-ছাত্রীরা স্নাতকোত্তর স্তরে ৭৫ শতাংশ নম্বর নিয়ে বর্তমানে যেকোনো বিষয় নিয়ে পিএইচডি করছেন তারাও এই স্কলারশিপের আওতায় আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

৫. এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের পরিবারের আয় ৩ লক্ষ টাকা বা তার চেয়ে কম হওয়া আবশ্যক।

৬. SBI ASHA স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুনঃ- বন্ধ হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড। চালু রাখতে সকলকে করতে হবে এই কাজ

এই স্কলারশিপের আওতায় কতো টাকা অনুদান পাওয়া যাবে?
১. SBI FOUNDATION -এর তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের আওতায় ১ বছরে ৫০,০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।

২. IIT -এর প্রথম বর্ষে পাঠরত ছাত্র, ছাত্রীরা SBI ASHA স্কলারশিপের আওতায় ১ বছরে ৩,৪০,০০০ টাকার অনুদান পাবেন বলেই জানানো হয়েছে।

৩. IIM -এর আওতাধীন ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় ১ বছরে ৫,০০,০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।

৪. PhD -এর আওতায় পাঠরত ছাত্র-ছাত্রীরা ১ বছরে ২,০০,০০০ টাকার অনুদান পাবেন বলেই জানানো হয়েছে SBI FOUNDATION -এর তরফে।

আবেদনের প্রক্রিয়া:-
১. এই স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই Buddy4Study -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program -এ যেতে হবে।

২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার যোগ্যতা অনুসারে স্কলারশিপটি নির্বাচন করে তার নিচে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস অথবা google account, মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৪. তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Start Application বাটনে আপনাকে ক্লিক করলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এরপর আপনাকে ফর্মে থাকা সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।

৫. সবশেষে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করে Terms and Conditions অপশনে ক্লিক করে Preview বাটনে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য এবং নথি ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ- এবার থেকে পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। নতুন উদ্যোগ সরকারের।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনের নথিসমূহ:-
১. সর্বশেষ পরীক্ষার মার্কশিট।
২. কেন্দ্র সরকারের তরফে কার্যকরী পরিচয় পত্র (আধার কার্ড)।
৩. বর্তমানে যে কোর্সে পাঠরত তাতে ভর্তির রশিদ।
৪. আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য।
৫. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের সময়সীমা:-
বর্তমানে স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর রয়েছে। SBI FOUNDATION -এর তরফে জারি করা তথ্য অনুসারে ৩০শে এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত স্কলারশিপের আওতায় আবেদন জানানো সম্ভব।