রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ খবর। গরমের শুরুতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষার্থীরা এক লম্বা ছুটি পেতে চলেছেন। আজ্ঞে হ্যাঁ, তাপপ্রবাহের কারণে এবারে এগিয়ে আসতে চলেছে ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি (Summer Vacation), এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে। আর তাতেই রাজ্যের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে আগামী দিনে কবে ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি (Summer Vacation) শুরু হতে চলেছে তা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে।
আর এই সমস্ত প্রশ্নের উত্তরে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেসকল সরকারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রাজ্যজুড়ে গরম পড়তে না পড়তেই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এমনকী রাজ্যের বেশ কিছু জেলার নাগরিকদের তাপপ্রবাহ সম্পর্কেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আর এই পরিস্থিতিতে খুদে থেকে কিশোর-কিশোরীদের সাময়িক স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
ইতিপূর্বে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল যে, ২৪শে মে থেকে রাজ্যে ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি শুরু হতে চলেছে। তবে বিগত বুধবার আরো এক নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ২৪শে মে -এর বদলে ২রা মে থেকে রাজ্যে বিভিন্ন সরকারি স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি কার্যকর করা হবে। তবে এখানেই শেষ নয়, এছাড়াও বিগত ১৩ই এপ্রিল থেকে রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলগুলে মর্নিং শিফট কার্যকর করা হবে বলেই জানানো হয়েছিল জেলাগুলির প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে সকাল ৬:৩০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত পঠনপাঠন চালানোর নির্দেশিকা জারি করা হয়েছিল। তাপপ্রবাহের কারণে এই একই নির্দেশিকা জারি করা হয়েছিল বাঁকুড়া জেলার স্কুলগুলিতেও।
অন্যদিকে, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, ১৪ই এপ্রিল থেকে শুরু করে ১৬ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ চলবে। আর তাতেই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য এবং সুস্থতার দিকটি নজরে রেখে রাজ্যর বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে ১৮ই এপ্রিল থেকেই গরমের ছুটি কার্যকর করার আবেদন জানানো হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুনঃ- পিএম কিষাণ -এর ১৪ তম কিস্তির টাকা পেতে গেলে এই ৩ টি বিশেষ কাজ করতেই হবে।
তবে রাজ্য সরকারের তরফে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির শিক্ষকদের এই দাবি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে আগামী দিনে ১৮ই এপ্রিল থেকেই রাজ্যব্যাপী ছাত্র-ছাত্রীদের গরমের ছুটি শুরু হবে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে। যেহেতু এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনোরূপ তথ্য প্রকাশে আসেনি, সুতরাং আগামী ২রা মে থেকেই ছাত্র-ছাত্রীরা গরমের ছুটি পাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বরা। যদিও দার্জিলিং এবং কালিম্পং -এর মতো স্থানগুলিতে স্বাভাবিক নিয়ম অনুসারেই বিদ্যালয় পঠনপাঠন চালু থাকবে।
আরও পড়ুনঃ- গুগল পে এক ইউজারকে দিল ৮০ হাজার টাকা রিওয়ার্ড! তারপর কি হলো?
যদিও ছুটি কেবলমাত্র শিক্ষার্থীদের নয়, ছুটি রয়েছে শিক্ষকদেরও। তবে এই গ্রীষ্মের ছুটি চলাকালীন বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো কাজের জন্য অথবা স্কলারশিপ কিংবা এডমিশন সংক্রান্ত যেকোনো কাজের জন্য প্রধান শিক্ষককে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর এই নির্দেশিকার জেরে অনেকেই মনে করছেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত গরমের ছুটি বহাল থাকবে। যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সুতরাং, আগামী দিনে কতোদিন গরমের ছুটি চলবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক এবং অভিভাবকেরা।