পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণীর আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে কার্যকরী স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইতিমধ্যেই এই স্কলারশিপের আওতায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এই স্কলারশিপের অধীনে আবেদনের শেষ তারিখ জানানো হয়নি। তবুও এই স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে (Swami Vivekananda Scholarship)।
আর এবারে ছাত্র-ছাত্রীদের এই সমস্ত প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এক নতুন আপডেট প্রকাশ্যে আনা হয়েছে। এই নতুন নির্দেশিকায় যেসকল যোগ্য ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত এই স্কলারশিপের আওতায় আবেদন জানাননি অথবা কোনো বিশেষ কারণবশত আবেদন জানাতে পারেননি তাদের যতো দ্রুত সম্ভব আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, আগামী দিনে খুব শীঘ্রই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া বন্ধ করা হবে, আর তাই উক্ত স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এইরূপ নির্দেশিকা জারি করা হয়েছে।
এর পাশাপাশি বিভিন্ন সূত্র মারফত আরও জানানো হয়েছে যে, খুব শীঘ্রই রাজ্যের ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) অধীনে অনুদান পেতে চলেছেন। বিগত বছরের অনুদান প্রদানের প্রক্রিয়াকে মাথায় রেখে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে দাবি করা হয়েছে যে, আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বহু সংখ্যক ছাত্র-ছাত্রীদের অনুদান দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার দিকটি মাথায় রেখে বরাবরই আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে অনুদান প্রদানের কাজটি শুরু করা হয়ে থাকে।
প্রকাশিত হলো পিএম কিষাণের ১৩ তম কিস্তির তারিখ। কারা টাকা পাবেন প্রকাশিত হলো লিস্ট।
তবে চলতি বছরে বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ যোগান দিতে গিয়ে রাজস্বের অধিকাংশ টাকাই শেষ হয়ে গেলেও রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য যতো দ্রুত সম্ভব স্কলারশিপের অনুদান প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত আবেদনের শেষ তারিখ এবং অনুদান প্রদানের বিষয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আবেদনের শেষ তারিখ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে এবং অনুদানের টাকা ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।