swami-vivekananda-scholarship-message-update-2023
Advertisement

পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আরও এক নতুন আপডেট প্রকাশ করা হয়েছে (Swami Vivekananda Scholarship Message Update)।

Advertisement

চলুন তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই নতুন আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কর্তৃপক্ষের তরফে এসএমএস-এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের আওতায় অনুদান পাওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে ইতিপূর্বে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন অনেক ক্ষেত্রেই তাদের মোবাইলেও এই মেসেজ পাঠানো হচ্ছে। যদিও মেসেজ স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে, ছাত্র-ছাত্রীরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় ইতিপূর্বে আবেদন করে থাকেন তবে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। বিশেষত মেসেজটি পাঠানো হচ্ছে রেনুয়াল আবেদনকারীরদের মোবাইলে। যারা আগের বছর এই স্কলারশিপে আবেদন করেছিলেন, সেই সমস্ত ছাত্র-ছাত্রীকে মেসেজ পাঠানোর মাধ্যমে অবগত করা হচ্ছে।

Advertisement
swami-vivekananda-scholarship-message

প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র মেসেজের মাধ্যমে নয় ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে অফিশিয়াল ওয়েবসাইটে এক নতুন নির্দেশিকা প্রকাশের করা হয়েছে। আর একইভাবে পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসমস্ত যোগ্য ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেননি তাদের এই নির্দেশিকার মাধ্যমে যতো দ্রুত সম্ভব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে (Swami Vivekananda Scholarship Message Update)।

প্রকাশিত হলো মাধ্যমিকের ফাইনাল রুটিন। পরীক্ষা দিতে যাবার আগে দেখে নিন

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া বন্ধ করা হবে। যদিও ইতিমধ্যেই অধিকাংশ ছাত্র-ছাত্রীই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তবুও যদি কোনো ছাত্র-ছাত্রী কোনো বিশেষ কারণবশত এখনো পর্যন্ত স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত না করে থাকেন তারা যাতে যতো দ্রুত সম্ভব নিজেদের নামে স্কলারশিপের আওতায় নথিভূক্ত করতে পারেন তার জন্যই বারংবার এই রূপ নির্দেশিকা জারি করা হচ্ছে। আগামী দিনে কোনোভাবেই যাতে ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয় তার জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে উঠে এলো বড়ো আপডেট। এখনই জেনে নিন।

এর পাশাপাশি বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়াও কার্যকর হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই যেসমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিপূর্বে আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনের স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। এমনকী অনেক ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস পরিবর্তন করে approved পর্যন্ত করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়নি, তবে খুব শীঘ্রই রাজ্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন, এমনটাই দাবি করা হচ্ছে ওয়াকিবহালের কথা ব্যক্তিদের তরফে।