swami-vivekananda-scholarship-payment-update-2023

২০২৩ অর্থাৎ চলতি বছরের প্রথম থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship Payment Update) আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের আওতায় আবেদন করে থাকেন, ফলত এখনো পর্যন্ত স্কলারশিপের আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর রয়েছে। আর এবারে এই নতুন অর্থবর্ষের একেবারে শুরুতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship Payment Update) কর্তৃপক্ষের তরফে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে এমন এক বিশেষ তথ্য সামনে আনা হলো, যা নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২০২২ -এর মাঝামাঝি সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদন জানানোর প্রক্রিয়া কার্যকর করা হলে এক বিশেষ নির্দেশিকা মারফত জানানো হয়েছিল যে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যেসমস্ত ছাত্র-ছাত্রীরা রয়েছে তাদের ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে। তবে অন্যান্য ক্যাটাগরিভুক্ত ছাত্র-ছাত্রীরা স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালের মাধ্যমে এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত।

ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানদের প্রক্রিয়া কার্যকর করা হলে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন অধিকাংশ ক্ষেত্রেই সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যেসকল ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানিয়েছিলেন তারা এখনো পর্যন্ত স্কলারশিপের আওতায় অনুদান পাননি। ফলত এই বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীরা। তবে এবারে এই সকল ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ আপডেট আনা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে।

কৃষক বন্ধুর নতুন আপডেট। টাকা পেতে সকলকে করতে হবে এই কাজ

বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যেসকল ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তারা খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন। ইতিমধ্যেই এই সমস্ত ছাত্র-ছাত্রীদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Payment under Process হয়েছে। মনে করা হচ্ছে, যতো দ্রুত সম্ভব এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে। এমনকী অনেক ক্ষেত্রেই নানাবিধ সূত্রের তরফে দাবী করা হয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা ট্রান্সফারের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ -এর জন্য বরাদ্দ ফান্ডের টাকা ইতিমধ্যেই মজুত করা হয়েছে। আর তাই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যেসমস্ত ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদন জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, এমনটাই দাবি করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। নতুন অর্থবর্ষের শুরুতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে কেন্দ্র করে এইরূপ খবর প্রকাশ্যে আসায় যথেষ্টই খুশি হয়েছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের ছাত্র-ছাত্রীরা।

এখন ফোনপে-গুগল পে এর মাধ্যমে টাকা লেনদেনেও লাগবে অতিরিক্ত চার্জ। বিজ্ঞপ্তি দেখে নিন।

সুতরাং, আপনিও যদি ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য আবেদন জানিয়ে থাকেন তবে আপনিও আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখুন তা পরিবর্তিত হয়ে Payment under Process হয়েছে কিনা। অন্যদিকে, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের অনুদান দেওয়ার প্রক্রিয়াও খুব শীঘ্রই শেষ করা হবে বলে মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। যদিও অনুদান প্রদানের বিষয়টি নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফ অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি।