ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তা করার ক্ষেত্রে কার্যকরী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্কলারশিপ। আর ইতিমধ্যে স্কলারশিপ সংক্রান্ত আরো একটি আপডেট সামনে এসেছে (Swami Vivekananda Scholarship Payment Update)।
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হলেও অনুদান প্রদানের প্রক্রিয়া এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। আর তাতেই এই স্কলারশিপের অনুদান আদেও দেওয়া হবে কিনা তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বারংবার প্রশ্ন উঠেছিল। একদিকে বাজেট আর অন্যদিকে ছাত্র-ছাত্রীদের এই সমস্ত প্রশ্ন মিলিয়ে রাজ্য সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকল্প এবং রাজস্ব নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছিল ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফ।
তবে এবারে এই সমস্ত মন্তব্যকে উড়িয়ে দিয়ে রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হলো। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসবাসকারী ছাত্র-ছাত্রীদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় প্রকার আবেদনকারীদেরই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে (Swami Vivekananda Scholarship Payment Update)। বিভিন্ন সূত্র মারফত আরো দাবি করা হয়েছে যে, আগামী দিনে খুব শীঘ্রই রাজ্যের সমস্ত যোগ্য ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদন করলেই মিলবে ৫ শতক জমি। আবেদন পদ্ধতি জেনে নিন।
এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, এই স্কলারশিপের আওতায় আবেদন অনুদানের জন্য আবেদনের প্রক্রিয়া একটি লম্বা সময় ধরে কার্যকর ছিল, সুতরাং, সমস্ত ছাত্র-ছাত্রীদের একই সাথে একেবারে অনুদান দেওয়া কখনোই সম্ভব না। আর তাই আগামী দিনে বেশ খানিকটা সময় ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এর অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর থাকবে।
সুতরাং, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত এই স্কলারশিপের আওতায় অনুদান পাননি তাদের চিন্তা করবার কোনো কারণ নেই। এছাড়াও আরো জানা গিয়েছে যে, যেসকল ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস sanctioned লেখা রয়েছে তারা খুব শীঘ্রই অনুমান পেয়ে যেতে চলেছেন। অন্যদিকে, যেসমস্ত ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশনে aporoved লেখা আছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস sanctioned লেখাটি এলে তবেই তারা এই স্কলারশিপের আওতায় অনুদান পাবেন।
প্রকাশিত হলো পিএম কিষাণের পরবর্তী কিস্তির লিস্ট। আপনার নাম রয়েছে কিনা এখনই চেক করুন
প্রসঙ্গত উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে আবেদনের প্রক্রিয়া এখনও কার্যকর রয়েছে। যেসকল ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেননি বা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তাদের খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে। তবে খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া বন্ধ হতে চলেছে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত না করে থাকেন তবে যতো দ্রুত সম্ভব আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।