swasthya-sathi-card-balance-check
Advertisement

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প বা স্বাস্থ্য সাথী কার্ড খুবই বিখ্যাত একটি প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র সীমার নীচে বসবাসকারী সাধারন মানুষকে চিকিৎসার খবর থেকে নিস্তার দেওয়া। এই কার্ড থাকলে আপনি ৫ লাখ টাকা পর্যন্ত আপনার চিকিৎসার খবর সরকারের কাছ থেকে পেয়ে যাবেন।

Advertisement

কিন্তু আপনি কি জানেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডে বর্তমানে কতোটাকা রয়েছে (Swasthya Sathi Card Balance Check)। যদি না জেনে থাকেন তবে পুরো পোস্টটি পড়ুন। আপনি ঘরে বসে আপনার মুঠোফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে চেক করে নিতে পারবের আপনার স্বাস্থ্য সাথী কার্ডে বর্তমানে কতো ব্যালেন্স রয়েছে।

Advertisement

এটি চেক করবার জন্য আপনােক সবার প্রথমে আপনার মুঠোফোনে গুগল প্লে স্টোর খুলে নিতে হবে। এবং তারপর স্বাস্থ্য সাথী কার্ডের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে৷ আপনাদের সুবিধার জন্য পোস্টের নীচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রইলো। অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করবার পর ওপেন করবেন।

মুখ্যমন্ত্রী চালু করলেন আমার বাংলা কার্ড। কি কি সাহায্য পাওয়া যাবে জেনে নিন।

এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে, যেটির ডানদিকে কর্নারে থাকা SKIP বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে একটি নতুন পেজ খুলবে তার মধ্যে অনেক কটা অপশন দেখতে পাবেন, সেই অপশন গুলির মধ্যে URN Verification অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আরো একটি নতুন পেজ খুলবে।

নতুন পেজে আপনাকে দুটো তথ্য পূরন করতে হবে, প্রথমটি আপনার জেলার নাম এবং অপরটি আপনার URN নাম্বার। জেলার নাম সিলেক্ট করে এবং URN নাম্বারে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে SHOW DATA তে ক্লিক করতে হবে।

উচ্চমাধ্যমিক নিয়ে ২০ দফা গাইডলাইন জারি করলো পর্ষদ। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল

এরপর নীচে আপনাদের পরিবারের সকলের নাম চলে আসবে যাদের স্বাস্থ্য সাথী কার্ডে নাম রয়েছে। এবং ঠিক তার নীচে আরো একটি অপশন দেখতে পাবেন View Balance বলে সেটিতে ক্লিক করুন। ভিউ ব্যালেন্সে ক্লিক করলেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স আপনার কাছে শো করবে।

যদি আপনি আপনার চিকিৎসার কারণে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে থাকেন, তবে সেই সময়ে কেটে নেওয়া টাকা আপনার মেইন ব্যালেন্স থেকে বাদ যাবে। আর যদি আপনি একবারও স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার না করে থাকেন তবে আপনার ব্যালেন্স ৫ লাখ টাকা দেখাবে।

• অ্যাপ লিঙ্ক:- Link