swasthya-sathi-new-list-published
Advertisement

পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ড এবং স্বাস্থ্যসাথী প্রকল্প কার্যকর করা হয়েছে। রাজ্যের সাধারণ মানুষ যেমনভাবে রাজ্য সরকারের তরফে কার্যকরী দুয়ারে সরকারের ক্যাম্প থেকে নাগরিকরা জন্য এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন ঠিক একইভাবে অনলাইনের মাধ্যমেও স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদন জানালেই তো হলো না, আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা এবং আপনি কবে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন তা জানাটাও জরুরী। আর এখন আপনারা চাইলেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আপনার নাম রয়েছে কিনা (Swasthya Sathi New List)।

Advertisement

চলুন তবে বর্তমানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড -এর জন্য আবেদনটি গৃহীত হয়েছে কিনা তা জানার পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
১. স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে প্রথমেই স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://swasthyasathi.gov.in/ -এ যেতে হবে।

Advertisement

২. পরবর্তীতে হোম পেইজে থাকা মেনু বারে আপনাকে ক্লিক করতে হবে এবং মেনু বারে থাকা অপশনগুলির মধ্যে থেকে Find Your Name অপশনটি বেছে নিতে হবে।

৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং নিজের নাম দেখতে চাইছেন নাকি অন্যদের, তা বেছে নিতে হবে। এক্ষেত্রে নিজের নাম দেখতে গেলে yourself নির্বাচন করতে হবে, অন্যদের নাম দেখার ক্ষেত্রে Others অপশনটি বেছে নিতে হবে। তারপর submit অপশনে ক্লিক করুন।

সরাসরি দেখে নিন টেটের রেজাল্ট। রইলো ডাইরেক্ট লিঙ্ক, সার্ভার ডাউন থাকলে কি করবেন?

৪. Submit অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার জেলা, ব্লক, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নম্বর, গ্রামের নাম সঠিকভাবে লিখে পুনরায় Submit বাটনে ক্লিক করতে হবে। আর এই সমস্ত তথ্যগুলি সাবমিট করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার নামটি স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকায় (Swasthya Sathi New List) রয়েছে কিনা।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

রাজ্য সরকারের তরফে একাধারে যেমন স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাগরিকদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে, আবার অন্যদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাগরিকদের নাম নথিভুক্ত হয়েছে কিনা তা জানার প্রক্রিয়াও অনলাইনের মারফত কার্যকর করা হয়েছে। ফলত একদিকে যেমন রাজ্য সরকারি কর্মীদের ঝক্কি কমেছে, অন্যদিকে ঠিক তেমনভাবেই সাধারণ মানুষেরও যথেষ্ট সুবিধা হয়েছে। আর তাতেই রাজ্য সরকারের এই উদ্যোগকে রীতিমতো স্যালুট জানিয়েছে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মী সহ সাধারণ মানুষ।