tet-certificate-giving-process-to-tet-qualified-aspirants-has-been-started

TET Certificate: প্রাথমিক টেট সংক্রান্ত সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০২২ সালের একেবারে শেষে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আর টেট পরীক্ষার প্রায় ৩ মাসের মধ্যেই পর্ষদের তরফে ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। আর এবারে টেট পরীক্ষার্থীদের জন্য আরো এক নতুন আপডেট প্রকাশ্যে আনা হলেও পর্ষদের তরফে। ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রকাশিত এই নতুন আপডেটে কি তথ্য প্রকাশ করা হয়েছে তা জানতে বারংবার নানাধরনের প্রশ্ন তুলেছেন সমগ্র রাজ্যের টেট পরীক্ষার্থী সহ চাকরিপ্রার্থীরা।

নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, রাজ্যের যেসকল চাকরিপ্রার্থীরা ২০২২ সালের প্রাথমিক টেটে অংশগ্রহণ করেছিলেন এবং উত্তীর্ণ হয়েছিলেন তারা ২৯শে এপ্রিল, ২০২৩ তারিখ থেকে TET Certificate সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি পর্ষদের তরফে প্রকাশিত নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বাড়িতে বসেই তাদের TET Certificate সংগ্রহ করতে পারবেন। তবে বাড়িতে বসে টেট পাশের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য চাকরিপ্রার্থীদের বেশ কতোগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন:- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা। কবে প্রকাশিত হবে রেজাল্ট এখনই জেনে নিন

টেট সার্টিফিকেট ডাউনলোড করবার নিয়ম

টেট পাশের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের ওয়েবসাইট https://www.wbbpe.org/ -এ যেতে হবে। এরপর আপনাকে উক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা TET-2022 Eligibility Certificate অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সঙ্গে যে পেজটি আসবে তাতে আপনি Teacher Eligibility Test, 2022 (TET-2022), PRIMARY TEACHER RECRUITMENT – 2022 এবং PRIMARY TEACHER RECRUITMENT-2022( SPL. B.ED) নামক তিনটি অপশন দেখতে পারবেন।

tet-certificate

এর মধ্যে থেকে আপনাকে Teacher Eligibility Test, 2022 (TET-2022) অপশনটি বেছে নিতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা TET-2022 CERTIFICATE – DOWNLOAD অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। এই পেজটিতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং আপনার জন্ম তারিখ সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। এরপর নিচে থাকা DOWNLOAD YOUR CERTIFICATE বাটনে ক্লিক করলেই আপনি আপনার টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন:- বহু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাতে আজই করুন এই কাজ

এছাড়াও আপনারা https://wbbprimaryeducation.org/ ওয়েবসাইটটি থেকেও টেট পাশের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ বিষয়

প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের নির্দেশ অনুসারে বিগত শুক্রবার অর্থাৎ ২৮শে এপ্রিল,‌ ২০২৩ তারিখ থেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেট পাশের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে। ২০১৪ সালে যেসমস্ত চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারাও একইভাবে https://www.wbbpe.org/ এবং https://wbbprimaryeducation.org/ ওয়েবসাইট দুটি থেকে টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। অত্যন্ত দ্রুততার সাথে ২০২২ সালের প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করার পাশাপাশি টেটের সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া কার্যকরী করায় আবারও আশায় বুক বাঁধছেন বাংলার চাকরিপ্রার্থী সহ সাধারণ মানুষ।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link