tet-exam-new-update-2023
Advertisement

গতকাল অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০২২ সালের ডিসেম্বর মাসের আয়োজিত হওয়া প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রকাশিত ফলাফল নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরই আজ পুনরায় পর্ষদের তরফ থেকে সংক্রান্ত এমন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, যা নিয়ে পুনরায় আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

Advertisement

টেট (TET Exam) সংক্রান্ত সমস্ত সমস্যা কাটিয়ে পর্ষদের তরফে ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আর এর ঠিক ২ মাসের মাথায় টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ায় যথেষ্টই খুশি হয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। আর এবারে রেজাল্ট প্রকাশের ঠিক পরের দিনই পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের তরফে জানানো হয়েছে যে, ২০২৩ -এর একেবারে শেষে পুনরায় টেট পরীক্ষায় আয়োজন করা হবে। এর পাশাপাশি পর্ষদের তরফে আরো জানিয়েছেন যে, সমস্ত নিয়ম এবং আইনি প্রক্রিয়া মেনেই ২০২৩ -এর শেষের দিকে অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement

এর পাশাপাশি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে, আগামী দিনে পর্ষদের তরফে বছরে ২ বার টেট পরীক্ষা (TET Exam) আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমতি প্রয়োজন হবে। আর তাই প্রথমেই এই বিষয়ে অ্যাড হক কমিটির মতামত নিতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অ্যাড হক কমিটির ইতিবাচক মতামত পেলেই তারা পরবর্তীতে এই প্রস্তাব শিক্ষা দপ্তরের কাছে রাখবেন।

রাজ্য সরকারের নতুন প্রকল্প। এবার সকলে পাবে প্রকল্পের সুবিধা

এমনকী গতকাল সভাপতি গৌতম পাল মহাশয় এও জানিয়েছেন যে, ২০২৩ -এ কবে পরীক্ষা হতে পারে তা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পর্ষদের তরফে, তবে আগামী দিনের শিক্ষা দপ্তরের সাথে এই বিষয়ে জরুরী বৈঠকের আয়োজন করা হবে এবং শিক্ষা দপ্তরের অনুমতিক্রমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগামীতে টেট পরীক্ষার আয়োজন করা হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এছাড়াও চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতির তরফে জানানো হয়েছে যে, টেট পরীক্ষায় পাশ করলেই যে প্রত্যেকে চাকরি পাবেন এমন ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত। টেট পাশ করার পর চাকরিপ্রার্থীদের বিভিন্ন স্কুলের শিক্ষক রূপে নিয়োগের জন্য পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেই বিজ্ঞপ্তি অনুসারেই চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। যদিও গতকাল প্রকাশিত রেজাল্ট অনুসারে চাকরিপ্রার্থীরা কবে নিয়োগ করা হবে তা সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পর্ষদের তরফে জানানো হয়নি।