অন্যান্য

TET Pass – দেড় লাখ টেট উত্তীর্ণর মধ্যে ইন্টারভিউ এর ডাক কারা আগে পাবেন?

রাজ্যজুড়ে সদ্য প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষায় যে ৭ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী পাশ করেছেন। আর ইতিমধ্যেই টেট উত্তীর্ণ (TET Pass) হওয়া পরীক্ষার্থীদের মধ্যে এর পরবর্তীতে কি হতে চলেছে তা নিয়ে নানাধরনের প্রশ্ন উঠেছে। ফলত আজ আমরা টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

বিভিন্ন সূত্র অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন তা জানতে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা রীতিমতো উন্মুখ হয়ে রয়েছে। এক্ষেত্রে বলতে হয় যে, যে সকল পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেকেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এর পাশাপাশি আগামী দিনে কোন নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থী নিয়োগ করা হবে অথবা কতো নম্বর পেলে পরীক্ষার্থীরা শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে নিযুক্ত হতে পারবেন এসব নানা ধরনের প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা । এক্ষেত্রে বলতে হয় যে, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর এবং টেট পরীক্ষার নম্বর সহ ইন্টারভিউতে তিনি কতো পাবেন তার উপর ভিত্তি করেই উক্ত পরীক্ষার্থীকে শিক্ষক রূপে নিযুক্ত করা হবে।

এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে কবে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তা নিয়েও পরীক্ষার্থীদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে পরীক্ষার্থীদের জানিয়ে রাখি যে, ইতিপূর্বে যেসকল পরীক্ষার্থী পাশ করেছিলেন তাদের জেলা ভিত্তিক ইন্টারভিউ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে কার্যকর করা হয়েছে। আর ২০২২ সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল তাতে যেসমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের ইন্টারভিউয়ের জন্য পর্ষদের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেই বিজ্ঞপ্তি অনুসারেই পরীক্ষার্থীদের জেলা ভিত্তিক ইন্টারভিউ-এর ব্যবস্থা করা হবে।

আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়েছে তো? চেক করুন এই সহজ পদ্ধতিতে।

এছাড়াও যেসমস্ত চাকরিপ্রার্থীরা ২০২২ সালে ডিসেম্বর মাসের প্রাথমিক টেটে যেসমস্ত পরীক্ষার্থীরা অন্যদের তুলনায় খানিকটা হলেও কম নম্বর পেয়েছেন তারা প্রশ্ন করেছেন যে আগামী দিনে তারা পুনরায় টেট পরীক্ষা দিতে পারবেন কিনা। অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে যেসমস্ত পরীক্ষার্থীরা টেট পরীক্ষা দিয়েছেন তারা আগামী দিনে প্রাথমিক টেট দিতে পারবেন কিনা তা সম্পর্কেও নানাবিধ প্রশ্ন উঠেছে পরীক্ষার্থীদের মধ্যে থেকে। এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, যেসমস্ত পরীক্ষার্থীরা ইতিমধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আগামী দিনে পুনরায় প্রাথমিক টেটে অংশগ্রহণ করতে পারবেন।

টেট তো পাশ করলেন! কোন জেলায় আপনার নিয়োগ হবে জানেন কি?

এছাড়াও পর্ষদের তরফে আরো জানানো হয়েছে যে, ইতিপূর্বে যেসমস্ত পরীক্ষার্থীরা টেট পাশ করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পর্ষদের তরফে পুনরায় কতো শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তখনই চাকরিপ্রার্থীরা কতো শূন্যপদ রয়েছে তা সম্পর্কেও জানতে পারবেন। সুতরাং, যেসমস্ত পরীক্ষার্থীরা টেট পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। টেট পরীক্ষার আয়োজন করার আগে পর্ষদের তরফে যেভাবে তাদের প্রত্যেকটি বিষয় জানানো হয়েছে এবারেও ইন্টারভিউ সহ অন্যান্য বিষয়গুলি সম্পর্কে তাদের পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button