tet-result-2023-has-been-published
Advertisement

টেট সংক্রান্ত সমস্ত ঝঞ্ঝাট কাটিয়ে বিগত ২০২২ সালের ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। আর সেই সময় থেকে টেট পরীক্ষার ফলাফল (TET Result 2023) কবে প্রকাশিত হবে তা নিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্নের অন্ত নেই। আর এবারে রাজ্যের চাকরিপ্রার্থীদের সমস্ত আশঙ্কাকে দূর করে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০২২ সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল তার রেজাল্ট প্রকাশ্যে আনা হলো।

Advertisement

এর পাশাপাশি, পর্ষদের তরফে আরও জানানো হয়েছে যে, পরীক্ষার্থীরা বাড়িতে বসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই টেটের রেজাল্ট দেখে নিতে পারবেন। কিন্তু অধিকাংশ পরীক্ষার্থীই টেটের রেজাল্ট চেক বিষয়ে সঠিকভাবে জানেন না, যার কারণে পরীক্ষার্থীদের নানাভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলত পরীক্ষার্থীরা টেটের রেজাল্ট চেক করার বিষয়টি নিয়ে বারংবার নানা ধরনের প্রশ্ন তুলেছেন। আর আজকের এই পোস্টে আমরা পরীক্ষার্থীদের এইসকল প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।

Advertisement

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই প্রাথমিক টেটের রেজাল্ট (TET Result 2023) দেখে নিতে পারবেন:-
প্রাথমিক টেটের রেজাল্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ ওয়েবসাইটে। এরপর হোম পেইজে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Click Here Online Application For Teacher Eligibility Test-2022(TET-2022) for classes I to V অপশনটি বেছে নিতে হবে।

ফেব্রুয়ারি মাসে এক বিশেষ ছুটির ঘোষণা পশ্চিমবঙ্গ অর্থদপ্তরের। অফিসিয়াল বিঞ্জপ্তি দেখে নিন

উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যাতে আপনি দুটি অপশন দেখতে পারবেন। এই অপশন দুটির মধ্যে থেকে আপনাকে Teacher Eligibility Test, 2022 (TET 2022) অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Print/ Download Result for WB Teacher Eligibility 2022 অপশনটি নির্বাচন করতে হবে। এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে লিখে Check Result অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন।

একই সঙ্গে বহু ছাত্র-ছাত্রী টেটের রেজাল্ট দেখবার জন্য ওয়েবসাইটে প্রবেশ করছে। তাই ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে রয়েছে। আপনি যদি ওয়েবসাইটের সার্ভার ডাউন দেখেন তবে রাতের বেলা রেজাল্ট দেখবার চেষ্টা করুন, যে সময় কম সংখ্যাক মানুষ অ্যাকটিভ থাকবে। তবে আপনি অনায়াসে রেজাল্ট দেখতে পারবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

গতকাল অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি পর্ষদের তরফে প্রাথমিক টেটের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করার পরই চাকরিপ্রার্থীদের মধ্যে টেটের রেজাল্ট নিয়ে যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছিল। গতকাল থেকেই বারংবার বিভিন্ন সূত্রের তরফে জানানো হয়েছিল যে, আজ অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি টেটের রেজাল্ট প্রকাশ করা হবে। আর আজ সেইসমস্ত জল্পনাকে সত্যি করে পর্ষদের তরফে টেটের ফলাফল প্রকাশ করা হলো। টেট পরীক্ষার ২ মাসের মাথায় পর্ষদের তরফে টেটের ফলাফল প্রকাশ করায় যথেষ্ট খুশি হয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।